উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার বাংলার সব শিক্ষককে জমা দিতে হবে নথি। সেই নথির ওপর ভিত্তি করেই জানা যাবে তাঁরা যোগ্য কিনা? শনিবার এমনই নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর। নির্দেশিকা অনুযায়ী প্রায় ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি।
কোথায়, কীভাবে নথি জমা দেবেন শিক্ষকেরা তা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে নির্দেশিকায়। নথি জমা দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের সময় দেওয়া হয়েছে আগামী ২৭ মে পর্যন্ত। এই নথি জমা দেওয়ার জন্য iOMS নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে লগ ইন করতে হবে। SSC Data Submission মেনুতে গিয়ে নথি জমা দিতে হবে। সেখানে শিক্ষকেরা জমা করবেন এসএসসি-র শংসাপত্র, নিয়োগ পত্র, বর্তমান চাকরির প্রমাণ পত্র। যারা এসএসসি-থেকে নিয়োগ পাননি তাঁদের দিতে হবে অ্যাপ্রুভাল মেমো। প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআই-দের কাছে প্রমাণের হার্ড কপি দিতে হবে। সব কাগজ খতিয়ে দেখে ৭ জুনের মধ্যে রিপোর্ট পেশ করবেন ডিআই-রা।
তবে এই নির্দেশিকা নিয়ে বেজায় ক্ষুব্ধ শিক্ষক মহল। অনেক শিক্ষক বলছেন অবসরের ঠিক আগে এমন নির্দেশ সত্যি মেনে নেওয়া যায়না। ৩০-৩৫ বছর আগে যাঁরা নিযুক্ত হয়েছেন, তাঁদের কেন দিতে হবে তথ্য? সে প্রশ্নও তুলেছেন অনেকেই।