রাজ্য

Eid al-Adha | উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে ইদ-উল-আযহা পালিত উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ ব্যুরো: বৃষ্টি উপেক্ষা করেই উৎসাহ ও শ্রদ্ধার সঙ্গে উত্তরবঙ্গের জেলায় জেলায় পালিত হল ইদ-উল-আযহা বা ইদুজ্জোহা। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে দ্বিতীয় এই উৎসব। চলতি কথনে এই উৎসবটি কুরবানির ইদ নামেও পরিচিত। সোমবার সকালে মেটেলি, চালসা, ধূপঝোরা, বাতাবাড়ি, মাথাচুলকা, শালবাড়ি এলাকার বিভিন্ন মসজিদ ও ইদগাহের ময়দানে ইদের নমাজ পাঠ হয়। কুরবানির ইদ হওয়ায় এদিন সকাল সকাল নমজ পাঠ হয়। কচিকাঁচা থেকে বয়স্কদের একসঙ্গে নমাজ পড়তে দেখা যায়। সকলেই নতুন জামাকাপড় পরে নমাজে অংশগ্রহণ করেন। নমাজে বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয়। সাজানো হয়েছে ইদ গাহ ও মসজিদগুলি। বাতাবাড়িতে দিঘির পারে ইদগাহের ময়দানের সামনে ছোট মেলাও বসে। ছিল একাধিক দোকানপাটও। বিভিন্ন নমাজের স্থলে করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসনও।

অন্যদিকে, প্রবল বৃষ্টির জেরে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ইদুজ্জোহার নমাজে ব্যাঘাত ঘটল। রবিবার রাত থেকে বৃষ্টি হচ্ছিল। এদিন ভোর থেকে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। এদিন বীরপাড়া, মাদারিহাট, শিশুবাড়ি ফালাকাটা, শিশুবাড়ি, দেওগাঁওয়ের বিভিন্ন এলাকায় ছাতা মাথায় পুণ্যার্থীদের নমাজ পড়তে দেখা দেখা গিয়েছে। ইসলামাবাদ ইদগাহ ময়দানে রবিবারই মণ্ডপ তৈরি করা হয়েছিল। তবে মাঠ থৈ থৈ করছিল জলে। স্বাভাবিকভাবেই ওই মণ্ডপে নমাজ হয়নি। নমাজ পাঠ হয় খয়েরবাড়ি ইসলামাবাদ জামে মসজিদে। বীরপাড়ার মহাকালপাড়া আহালে সুন্নি জামে মসজিদের মাঠে অবশ্য মণ্ডপে নমাজ হয়। বীরপাড়ার নাংডালা জামে মসজিদ, শিশুবাড়ি মসজিদ, দলদলিয়া মসজিদেও শ’য়ে শ’য়ে পুণ্যার্থী নমাজে অংশ নেন। ফালাকাটার দেওগাঁওয়ের খোলা আকাশের নীচেই ছাতা মাথায় পুণ্যার্থীদের নমাজ পড়তে দেখা যায়। এদিন বৃষ্টির জেরে সকালবেলা ইদের মাঠ ছিল ফাঁকা। তবে নমাজ শেষে দোকানে ভিড় জমে।

প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গাজোলের বিভিন্ন এলাকায় ইদুজ্জোহা উৎসব পালিত হল। এদিন গাজোলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের সিলনাগড়া ইদগাহ ময়দানে নমাজ পাঠ করতে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষরা অংশগ্রহণ করেছিলেন। নমাজ পাঠের আগে বিশেষ আলোচনা হয় তারপর নিয়ম মেনে শুরু হয় নমাজ পাঠ। গাজোলের সরকারপাড়া সহ গাজোল ব্লকের সীমান্ত এলাকা কাটিকান্দর ইদগাহ ময়দানে অন্যান্য বছরের মতো নিয়মনিষ্ঠার মধ্য দিয়ে ইদের নমাজ পাঠ করা হয়। তারপর একে অপরকে গলা মিলিয়ে ও হাত মিলিয়ে ইদের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। আজকের দিনটায় পরিবারের সঙ্গে আনন্দেই কাটান সকলে। ইদ উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের তরফেও কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

JK encounter | ফের রক্তাক্ত ভূস্বর্গ, নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ (JK encounter)। নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ ২…

2 mins ago

বৃষ্টির জলে ভেসে এল সাড়ে ৩ কেজির মাগুর, ভাগ করে খেলেন এলাকাবাসী

জলপাইগুড়ি: সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলেই চমকে ওঠেন জলপাইগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের পূর্ব…

4 mins ago

Jalpaiguri | আধুনিকতাকে টেক্কা, অর্ধশতক পরেও জনপ্রিয় বিশ্বনাথের কচুরি

অনীক চৌধুরী, জলপাইগুড়ি: সকালের টিফিন বা বিকেলে চায়ের সঙ্গে ফাস্ট ফুড এখন সবার পছন্দের। পিৎজা,…

12 mins ago

দার্জিলিং-কালিম্পংয়েও শেয়ার ক্যাব চালাবে সিকিম, ক্ষোভ পাহাড়ের গাড়ি চালকদের

শিলিগুড়ি ও কলকাতা: এবার বিদ্রোহ উত্তরের পাহাড়েও। সিকিমের শেয়ার ক্যাব নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে…

33 mins ago

Mathabhanga | পর্যাপ্ত শিক্ষকের অভাব, একাদশ শ্রেণিতে পড়ুয়া ভর্তি বন্ধ মাদ্রাসায়

শীতলকুচি: রাজ্যে শিক্ষার হাল অত্যন্ত করুণ। গোলেনাওহাটি জামে হাই মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ…

39 mins ago

Rahul Gandhi | ‘পক্ষপাত করবেন না’, স্পিকার ওম বিড়লাকে পরামর্শ রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতার আসনে রাহুল গান্ধি (Rahul Gandhi)। দায়িত্ব হাতে নিয়েই…

51 mins ago

This website uses cookies.