উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ (Maharashtra new CM) নিয়ে জল্পনা অব্যাহত। এরই মাঝে সাতারায় (Satara) নিজের গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন একনাথ শিন্ডে (Eknath Shinde)। জানা গিয়েছে, বিগত দু’দিন ধরে জ্বর, সর্দি এবং গলার সংক্রমণে ভুগছেন তিনি। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন শিন্ডে।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েন চলছেই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শায়ের দরবারে মেগা বৈঠক চলে। শুক্রবারও মহায্যুতির আরও একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৈঠকের আগে আচমকাই শিন্ডে গ্রামের বাড়িতে চলে যান। আর তারপরই এই অসুস্থতার খবর সামনে এল। শিন্ডের পারিবারিক চিকিৎসক আরএম পাত্রে জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ও স্যালাইন দেওয়া হয়েছে শিন্ডেকে। আশা করা হচ্ছে এক বা দুইদিনের মধ্যে সেরে উঠবেন তিনি। চিকিৎসকের কথায়, ‘তিনি এখন ভালো আছেন। এখন যা সমস্যা রয়েছে, সেগুলি জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া। তিনি ৩-৪ জন চিকিৎসকের একটি দলের পর্যবেক্ষণে রয়েছেন।’
এদিকে শনিবার নাকি অজিত জানিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ পাচ্ছে বিজেপিই (BJP)। আর বাকি দুই শরিক দল শিবসেনা (শিন্ডে) (Shiv Sena) এবং এনসিপি (অজিত) (NCP) পেতে চলেছে উপমুখ্যমন্ত্রীর পদ। এরপরই বিজেপির তরফেও জানিয়ে দেওয়া হয়, আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টায় মুম্বইয়ের আজাদ ময়দানে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী শপথগ্রহণ করবেন। এদিকে আচমকাই শিন্ডের গ্রামের বাড়ি যাওয়া এবং অসুস্থতার পর অনেকেই মনে করছেন তবে কি মহায্যুতির বৈঠকে অসন্তুষ্ট শিন্ডে? সেই থেকেই হতাশ হয়ে পরের দিনের বৈঠকও বাতিল করলেন? যদিও শিবসেনার তরফে এই ধরনের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। শিবসেনা (শিন্ডে) নেতা উদয় সামন্ত বলেছেন, ‘এটা বলা অন্যায় যে বৈঠকের পর অসন্তুষ্ট ছিলেন বলে শিন্ডে বাড়ি চলে গিয়েছেন। অমিত শায়ের সঙ্গে সাক্ষাতের দিনও তিনি অসুস্থই ছিলেন।’ তাঁর স্পষ্ট কথা, ‘উনি অসুস্থ, বিষণ্ণ নন।’

