রায়গঞ্জ: জমি বিবাদের জেরে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলেন দাদা। জখম দাদাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দাদা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বর্ণ বিভাগের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাই সইফুর রহমানকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। বাড়ি রায়গঞ্জ (Raiganj) থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষণীয়া হাজিপাড়া গ্রামে। এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী দীপ্তেশ ঘোষ বলেন, ‘ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।’ পুলিশসূত্রে জানা গিয়েছে, “গতকাল বসতবাড়ির দশ শতক জমি নিয়ে দুই ভাইয়ের গণ্ডগোলের সূত্রপাত। আচমকা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ভাই সহ চারজন দাদার ওপর হামলে পড়ে। রক্তাক্ত গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দাদা। এই ঘটনায় রায়গঞ্জ থানায় ভাই সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। দাদা বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জখম দাদার নাম আকবর আলি (৬২)। বাড়ি সংশ্লিষ্ট এলাকায়।