রাজ্য

Election campaign | টোটোতে বিজেপির প্রচার, চালকের গায়ে গরম চা ছোড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বালুরঘাটঃ তৃণমূলের স্ট্রিট কর্ণারের পাশ দিয়ে আসার সময় বিজেপির প্রচারক এক টোটোচালকের গায়ে গরম চা ছুড়ে মারার অভিযোগ উঠেছে বালুরঘাটে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শহরের কাঁঠালতলা এলাকায়। অভিযোগের তির তৃণমূলের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বালুরঘাট শহর বিজেপির সভাপতি সমীরপ্রসাদ দত্ত সহ দলীয় কর্মী-সমর্থকরা। এনিয়ে অভিযোগ দায়ের করা হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি দলই জোরকদমে প্রচার করছে। বালুরঘাট শহরে বেশ কয়েকটি টোটোয় মাইক যোগে প্রচার চালাচ্ছে বিজেপি। জানা গিয়েছে, গতকাল রাতে উত্তমাশার দিক থেকে বিজেপির প্রচারের টোটোটি কলেজের দিকে আসছিল। সেই সময় কাঁঠালতলা এলাকায় তৃণমূলের স্ট্রিট কর্ণার চলছিল। অভিযোগ, মাইকে তৃণমূলের প্রচার চলাকালীন ওই টোটোচালক কেন মাইক বাজাচ্ছিলেন, তা নিয়ে বচসা হয়৷ টোটোচালক আওয়াজ কম করলেও কেন পুরোপুরি বন্ধ করেননি, তা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের লোকজন। সেই ‘অপরাধে’ ওই চালকের গায়ে গরম চা ছুড়ে মারা হয়।

টোটোচালক চিরঞ্জিত চাকী বলেন, সামনে পথসভা চলছে বুঝতে পেরেই আমি টোটোর মাইকের আওয়াজ কমিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরেও কয়েকজন আমার সঙ্গে বচসা শুরু করে। মাইক পুরো বন্ধ করিনি কেন তা নিয়ে ঝামেলা পাকায়। সেই সময়ই ওরা আমার গায়ে গরম চা ছুড়ে মারে।’

বিজেপির শহর সভাপতি সমীরপ্রসাদ দত্ত বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থলে যাই। কথা বলি টোটোচালকের সঙ্গে। এনিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছি। তৃণমূলের পায়ের নীচের মাটি সরে গিয়েছে। সেকারণেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে।’

যদিও জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অশোককুমার মিত্র বলেন, ‘সভা চলাকালীন এমন কোনও ঘটনাই ঘটেনি। আপনাদের কাছেই এমন ঘটনা শুনলাম। বিজেপি বরাবরই তৃণমূলের নামে কুৎসা, অপপ্রচার চালানোর চেষ্টা করে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

উৎসব কই, বড় অসহ্য নির্বাচনের পরিবেশটা

গৌতম সরকার দিন যে আমার কাটে না রে...। কী যে যন্ত্রণা! কোথাও ভোট হয়ে গিয়েছে।…

36 seconds ago

যে শালিক মরে যায় কুয়াশায়, সে তো আর…

দ্যুতিমান ভট্টাচার্য সকালে এক শালিক দেখা মানেই বুক দুরুদুরু! এই রে দিনটা খারাপ হতে চলেছে!…

16 mins ago

আবেগের ভক্তিরস বনাম দারিদ্র্য

রূপায়ণ ভট্টাচার্য মন্দিরের মতো দেখতে রাজকীয় অযোধ্যা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে একটি কাঠবেড়ালির…

27 mins ago

Supreme court | উপাচার্য নিয়োগে রাজনীতি বরদাস্ত নয়, বোসকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উপাচার্য নিয়োগ নিয়ে রাজনীতি বরদাস্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।…

44 mins ago

Gang rape case | চলন্ত ট্রেনে গণধর্ষণের শিকার মডেল! প্রায় ২ মাস পর অভিযোগ দায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলন্ত ট্রেনে নেশার জিনিস খাইয়ে এক মডেলকে গণধর্ষণের (Gang rape case)…

48 mins ago

Hardik Pandya Banned | মুম্বই ইন্ডিয়ান্সে দুঃসংবাদ! পরের আইপিএলে দলের প্রথম ম্যাচে নির্বাসিত হার্দিক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একে তো ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) কাছে…

2 hours ago

This website uses cookies.