Saturday, June 29, 2024
HomeBreaking NewsElection update | অরুণাচলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, সিকিম ক্রান্তিকারী মোর্চার দখলে

Election update | অরুণাচলে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি, সিকিম ক্রান্তিকারী মোর্চার দখলে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবারই শেষ হয়েছে দেশজুড়ে সাত দফায় নির্বাচন। লোকসভা নির্বাচনের সঙ্গেই একাধিক রাজ্যে হয়েছিল বিধানসভা নির্বাচনও। সেই নির্বাচনের ফল প্রকাশের পালা এবার। গত ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের সঙ্গেই ৬০টি বিধানসভা আসনে ভোট হয়েছিল। একইদিনে সিকিমেও বিধানসভা নির্বাচন হয়েছিল ৩২টি আসনে। আজ সকাল থেকেই অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। সকাল ৬টা থেকে ভোট গণনা শুরু হয়েছে।

অরুণাচলে মোট ৬০টি আসন। ম্যাজিক ফিগার ৩১। অর্থাৎ সরকার গঠন করতে হলে অন্তত ৩১ আসনে জয় প্রয়োজনে। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে আগেই ১০ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। বাকি ৫০ আসনের মধ্যে ৪৬ আসনে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর দল অর্থাৎ বিজেপি। ইতিমধ্যেই ২২টি আসনের ফল ঘোষণা হয়েছে। ২২টি আসনই বিজেপির দখলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অরুণাচল প্রদেশের বরদুরিয়া-বোগাপানি, চাঙ্গলাং উত্তর ও চাঙ্গলাং দক্ষিণ আসনে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। বিজেপির ‘বন্ধু’ কনরাড সাংমার দল এনপিপির ঝুলিতে যাচ্ছে ৫ টি। অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে লিরোম্বা কেন্দ্র থেকে জয়ী হলেন এনপিপি প্রার্থী। তিনি বিজেপির প্রার্থীকে ১৬৯৮ ভোটে হারিয়েছেন।খাতাই খুলতে পারেনি কংগ্রেস। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, অরুণাচলের মুখ্যমন্ত্রী ছিলেন পেমা খান্ডুই। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। এবারও তিনিই যে মুখ্যমন্ত্রী পদে বসছেন, তা একপ্রকার নিশ্চিত। অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে ৮২.৭১ শতাংশ ভোট পড়েছিল।

সিকিম বিধানসভা নির্বাচনে জয়ী হলেন মুখ্যমন্ত্রী তথা এসকেএম প্রার্থী প্রেম সিং তামাং। রেনক আসন থেকে তিনি জয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী এসডিএফের প্রার্থীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ৭০৪৪। এনডিএ শরিক সিকিম ক্রান্তিকারি মোর্চা ক্ষমতায় ফিরছে। প্রাথমিক ট্রেন্ডে তেমনই ইঙ্গিত মিলছে। ৫ ঘণ্টার গণনার পরে সিকিমের ৩২টি আসনের মধ্যে ৩১ টি আসনেই এগিয়ে রয়েছে এসকেএম। এখনও পর্যন্ত ১১টি আসনে জয় পেয়ে গিয়েছে এসকেএম।  গত বিধানসভা নির্বাচনে এনডিএ জোট সিকিমের ৩২টির মধ্যে ৩০টিতেই জিতেছিল। জোট শরিক খাতা খুললেও একটিও আসন পায়নি বিজেপি। সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ঝুলিতে একটি আসন যাওয়ার আভাস মিলছে। তবে পিছিয়ে রয়েছে এসডিএফ প্রার্থী তথা প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। সিকিমের বিধানসভা নির্বাচনে বারফুং আসন থেকে প্রার্থী হয়েছিলেন বাইচুং। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এসকেএম-র প্রার্থী রিকসাল দোরজি। আপাতত ৪৩৪৬ ভোটে এগিয়ে রয়েছেন দোরজি।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Ananda Bose | কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহন নিয়ে বিতর্ক তুঙ্গে নবান্ন-রাজভবনের। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে...

Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন তো অভিষেক? সুব্রত বক্সীর চিঠি ঘিরে জল্পনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন? শুক্রবার শুক্রবার রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সাম্প্রতিক একটি চিঠি ঘিরে নতুন...

Harischandrapur | কামড়েছে পথকুকুর, ক্ষতিপূরণের দাবিতে পশুপ্রেমীর বাড়িতে হামলা প্রতিবেশীদের একাংশের   

0
হরিশ্চন্দ্রপুরঃ স্কুলের চাকরি থেকে সম্প্রতি অবসর নিয়েছেন হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা এলাকার বাসিন্দা সতীশ চন্দ্র দাস। এলাকায় তিনি পশুপ্রেমী হিসেবেই পরিচিত। আর এই পশুপ্রেমই কাল হল...

কাউন্টডাউন শুরু বিশ্বকাপ ফাইনালের, ভারতের জয় প্রার্থনা করে মদনমোহন বাড়িতে পুজো ক্রিকেটভক্তদের

0
কোচবিহারঃ রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর এই ফাইনালকে কেন্দ্র করে জনমানসে তেমন উন্মাদনা নজরে না এলেও বিপরীত...

Hemtabad | দিল্লিতে কাজে গিয়ে রহস্যমৃত্যু হেমতাবাদের যুবকের, রাস্তা থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ

0
হেমতাবাদ: দিল্লিতে কল সেন্টারে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল হেমতাবাদের(Hemtabad) বাড়ইবাড়ির বাসিন্দা এক যুবকের। দিল্লির(Delhi) এক রাস্তার ধারের ডাস্টবিনের পাশ থেকে অর্ধনগ্ন ওই...

Most Popular