Breaking News

Electoral Bonds Data | নির্বাচনি বন্ডের তথ্য প্রকাশ্যে আনল কমিশন, অর্থ প্রাপ্তিতে শীর্ষে বিজেপি, পরেই তৃণমূল

নয়াদিল্লি: রাজনৈতিক তহবিলের স্বচ্ছতার লক্ষ্যে বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার একদিন আগেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া নির্বাচনি বন্ডের তথ্য সামনে আনল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এবিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

শীর্ষ আদালতের নির্দেশে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) মঙ্গলবার নির্বাচনি বন্ডের তথ্য জমা দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবারের মধ্যেই সেই তথ্য প্রকাশ্যে আনল কমিশন। বন্ডের ক্রেতা এবং প্রাপক দলের তালিকাও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এর আগে কমিশন জানিয়েছিল, শুক্রবার তারা তথ্য প্রকাশ করবে। কিন্তু একদিন আগেই তা করেছে।

এসবিআই-এর তথ্য অনুযায়ী, ২২ হাজার ২১৭টি বন্ড কেনা হয়েছিল। তার মধ্যে সব দল মিলিয়ে বন্ড ভাঙিয়েছে ২২ হাজার ৩০টি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুটি তালিকা রয়েছে। একটিতে আছে কোম্পানির নাম, যারা বন্ড কিনেছে। অপরটিতে রয়েছে রাজনৈতিক দলের নাম, যারা বন্ড ভাঙিয়েছে। তবে কোন কোম্পানি বা ব্যক্তি কোন দলকে অনুদান দিয়েছে তা খুঁজে বের করার কোনও উপায় নেই।

ফিউচার গেমিং এবং হোটেল সার্ভিসেস পিআর ১ হাজার ৩৬৮ কোটি টাকার বন্ড কিনেছে। যা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারস লিমিটেড। তারা ৯৬৬ কোটি টাকার বন্ড ক্রয় করেছে।

যে দলগুলি নির্বাচনি বন্ড নগদে পরিণত করেছে তাদের মধ্যে রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এএপি, সমাজবাদী পার্টি, এআইএডিএমকে, বিআরএস, শিবসেনা, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে, জেডিএস, এনসিপি, জেডিইউ এবং আরজেডি। তথ্য মোতাবেক, সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। পরেই তৃণমূল কংগ্রেস। কংগ্রেস তিন নম্বরে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তাতে ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত নির্বাচনি বন্ডের মাধ্যমে অনুদান বাবদ ৬,০৬০.৫ কোটি টাকার বেশি পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ১,৬০৯.৫৩ কোটি টাকার বেশি। কংগ্রেসের প্রাপ্তি প্রায় ১,৪২১.৮৭ কোটি। তবে তাৎপর্যপূর্ণভাবে প্রথম ২০টি দলের মধ্যে নেই সিপিআইএম।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন আসনে লড়াই?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে…

1 hour ago

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম…

8 hours ago

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪ লক্ষ টাকা

কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল…

10 hours ago

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ…

10 hours ago

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম…

10 hours ago

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)।…

11 hours ago

This website uses cookies.