উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নির্বাচনি বন্ড (Electoral Bonds Scheme) নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের নজরদারিতে বিশেষ তদন্তকারী দলের (সিট) (SIT) তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে (Supreme court) জনস্বার্থ মামলা করেছিল দুই স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার সেই আবেদন খারিজ করল শীর্ষ আদালত। বর্তমান পরিস্থিতিতে ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এক্ষেত্রে হস্তক্ষেপ করা সম্ভব নয় বলে জানিয়েছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি নির্বাচনি বন্ড প্রকল্পকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে তা খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য স্টেট ব্যাংক এবং নির্বাচন কমিশকে প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। বন্ড ব্যবস্থাকে ‘অসাংবিধানিক’ এবং ‘ক্ষতিকারক’ বলে আখ্যা দেয় শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনি বন্ডের মাধ্যমে অনুদান দেওয়া এবং নেওয়ার সময় তা ‘কুইড প্রো কুয়ো’ বা ‘ক্ষতিকারক’ ছিল কি না, তা নিয়ে এখন তদন্ত হতে পারে না।
তবে নির্বাচনি বন্ডের পক্ষে সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) দাবি করেছিলেন, ভোটে কালো টাকা ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যেই নির্বাচনি বন্ড চালু করা হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi) লোকসভা ভোটের আগে বলেছিলেন, ‘নির্বাচনি বন্ড আদৌ কোনও স্বচ্ছতার কর্মসূচি নয়, বরং বিশ্বের সবচেয়ে বড় তোলাবাজির চক্র। যার মাস্টারমাইন্ড নরেন্দ্র মোদি।’