নাগরাকাটা: বিকেল হতেই খাবারের খোঁজে লোকালয়ে হাতি ঢুকে পড়া এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে নাগরাকাটার আপার কলাবাড়ি বস্তিতে। হাতির অত্যাচারে আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই এলাকার বাসিন্দাদের বর্তমানে দিশেহারা অবস্থা। রবিবার বিকেল ৪টা থেকে গ্রামে হাতির তাণ্ডব শুরু হয়ে যায়। পাশের ডায়না জঙ্গল থেকে একটি দলছুট হাতি এলাকায় ঢুকে পড়ে। এতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা কিশোর বাসনেট ও গনেশ ছেত্রী বলেন, ‘হাতির হানায় ঘর-বাড়ি, জমির ফসল নষ্ট হচ্ছে। বন দপ্তরে খবর দিলেও পাত্তা দেয় না। ব্যাটারিচালিত বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও মেরামত করার উদ্যোগ নেই।’ তবে বন দপ্তরের বিন্নাগুড়ি রেঞ্জ জানিয়েছে, হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন : দুই প্যাকেট ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার ১