চালসা: রাত তখন ১২টা। বাইকে করে বাড়িতে ফিরছিলেন চালসার (Chalsa) বিডিও অফিস পাড়ার বাসিন্দা নকুল রায়। হঠাৎ একটি হাতির মুখোমুখি পড়ে যান তিনি। বাইক রেখে পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন তিনি। এরপর হাতিটি (Elephant Attack) ওই এলাকার প্রায় ১০ থেকে ১২টি বাড়ি ক্ষতি করে। বহু বাড়ির সীমানা প্রাচীর ও গেট ভেঙে দেয়। রীতিমতো এলাকায় তাণ্ডব চালায় হাতি। শুক্রবার রাতে চালসার বিডিও অফিস পাড়া এলাকায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় পৌঁছান খুনিয়া স্কোয়াডের কর্মীরা। এলাকায় হাতির হানা রুখতে বনকর্মীদের রাতে নিয়মিত টহলদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চলতি বছর অষ্টমীর রাতে এই এলাকা সংলগ্ন মঙ্গলবাড়ি নতুন পাড়া এলাকায় হাতির হানায় ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়। গতকাল খবর পেয়ে এলাকায় যান চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার। বন দপ্তরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন এলাকায় হাতি আসছে। খবর পেলেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয়। জঙ্গল সংলগ্ন এলাকায় রাতে স্থানীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বন দপ্তরের (Forest Department) তরফে।