কিশনগঞ্জ: জমিতে ফলেছে ভুট্টা। আর এই ভুট্টার লোভেই নেপালের হাতি সীমান্ত পেরিয়ে প্রতি রাতেই চলে আসছে বিহারের সীমান্ত লাগোয়া গ্রামে। হাতির হানায় রীতিমতো আতঙ্কে ইন্দো নেপাল সীমান্তের দীঘলব্যাংক এলাকা। রবিবার ভোরে সাতটি হাতি হানা দেয় দীঘলব্যাংক ব্লকের পদমপুর, বারোমাসিয়া, ইচামারি, এস্টেট পদম, তালবাড়ি সহ আরও বেশ কিছু গ্রামে। গ্রামে ঢুকে নষ্ট করে বিঘা বিঘা ভুট্টাখেত ও কলাবাগান।
জানা গিয়েছে, হাতির পাল সীমান্ত পেরিয়ে প্রায় ১০ কিলোমিটার ভিতরে চলে এসেছে। হতাহতের কোনও খবর না থাকলেও জমির ফসল নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতির মূখে পড়েছেন স্থানীয় কৃষকরা। এদিন সকাল থেকে হাজার চেষ্টা করেও বুনোদের জঙ্গলমূখী করতে পারেনি বনদপ্তরের কর্মীরা। বর্তমানে হাতির পালটি বারোমাসীয়া গ্রামের একটি ভুট্টার খেতে আশ্রয় নিয়েছে। অন্ধকার নামলেই হাতিগুলোকে জঙ্গলে ফেরানোর কাজ শুরু করবেন বনকর্মীরা।