রাজ্য

Elephant attack | সুপারি কুড়োতে গিয়ে বিপত্তি, বৃদ্ধাকে সামনে পেয়ে পিষে মারল হাতি

শালকুমারহাটঃ শনিবার বৃষ্টির সকালে অন্যের বাগানে সুপারি কুড়োতে গিয়ে আঁতকে ওঠে এক শিশু। সে দেখে সুপারি বাগানে পড়ে রয়েছে এক বৃদ্ধার দেহ। জানাজানি হতেই আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমার-২ গ্রাম পঞ্চায়েতের সিধবাড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন ভোরে শিবি লোহার নামে ষাটোর্ধ ওই বৃদ্ধা সুপারি কুড়োতে গিয়েছিলেন। আর পাশের কলা বাগানে তখনও দাঁড়িয়ে ছিল এক বুনো হাতি। আচমকাই হাতিটি তেড়ে এসে শুঁড় দিয়ে পেঁচিয়ে প্রথমে আছাড় মারে বৃদ্ধাকে। তারপর পা দিয়ে পিষে দেয় হাতিটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। জলদাপাড়া বনদপ্তর অবশ্য নিয়ম মাফিক পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে। তবে এই এলাকায় হাতির হানা রুখতে হবে বলে স্থানীয়দের দাবি।

পূর্ব সিধবাড়ি গ্রাম থেকে এক কিমি দূরেই জলদাপাড়া বনাঞ্চল। শিশামারা বিটের অধীন ওই এলাকা। আর এই বিট জলদাপাড়া পূর্ব রেঞ্জের অধীন। সংশ্লিষ্ট রেঞ্জের রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিশোই বলছেন, ‘ওই বৃদ্ধা এদিন ভোরে সুপারি কুড়াতে গিয়েছিলেন। তখনই হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সোনাপুর ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।’ আর ক্ষতিপূরণ প্রসঙ্গে রেঞ্জারের বক্তব্য, ‘সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তবে বনদপ্তর সূত্রের খবর, হাতি-মানুষ সংঘাত এড়াতে ক’দিন আগেই বন সংলগ্ন গ্রামগুলিতে সচেতনতামূলক প্রচার অভিযান চালায় বনদপ্তর। ভোর বা রাতে বন লাগোয়া এলাকার মানুষ যাতে বাড়ির বাইরে বের না হয় সেজন্য বন দপ্তরের তরফে সবাইকে সতর্ক করা হয়। তা সত্ত্বেও সতর্কতার অভাবেই এদিনের ঘটনা বলে বন দপ্তর মনে করছে।

বৃদ্ধার এক নিকট আত্মীয় বীরসা খেড়িয়ার কথায়, ‘এদিন ভোরে সুপারি কুড়াতে গিয়েই হয়তো এই ঘটনা ঘটেছে। আমাদের এলাকায় রোজ হাতি আসে। জমির ফসল, ঘরবাড়ির ক্ষতি করে। কিন্তু এভাবে যে বৃদ্ধাকে পিষে মেরে ফেলবে তা ভাবাই যায়নি।’ তাই এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের কড়া পদক্ষেপের দাবি তোলেন তিনি।

খবর পেয়েই ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার-১ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ভোলানাথ রায়, তৃণমূলের আলিপুরদুয়ার-১ ব্লক সভাপতি তুষারকান্তি রায়। বন ও ভূমি কর্মাধ্যক্ষ ভোলানাথ রায়ের কথায়, ‘খুব মর্মান্তিক ঘটনা। পরিজনদের সমবেদনা জানিয়েছি। নিয়ম মাফিক মৃতের পরিবার ক্ষতিপূরণও পাবে। তবে ওই এলাকায় এরমধ্যে ফের সচেতনতামূলক কর্মসূচি করা হবে।’

তৃণমূলের সংশ্লিষ্ট ব্লক সভাপতি তুষারকান্তি রায়ের বক্তব্য, ‘হাতির হানা যাতে বন্ধ হয় সেই দাবি আমরাও বন দপ্তরকে জানিয়ছি। সেই সঙ্গে আরও বেশি সচেতনতামূলক প্রচার চালাতে হবে। অনেক সময় সতর্কতার অভাবেই দুর্ঘটনা ঘটছে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Siliguri | স্থানীয়দের বিক্ষোভে জায়গা বদল এফডব্লিউএম প্রকল্পের, সিদ্ধান্ত শিলিগুড়ি মহকুমা প্রশাসনের

খড়িবাড়ি: ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ মল প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য চিহ্নিত জমিতে সরকারি সাইনবোর্ড লাগাতে এসে…

5 mins ago

Gazol | এলাকায় বিদ্যুৎ বিভ্রাট, সমস্যা সমাধানে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

গাজোল: দিনের পর দিন বিদ্যুৎ বিভ্রাট। সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ দপ্তরে বারবার আবেদন জানিয়েও কোনও…

14 mins ago

Arvind Kejriwal | অরবিন্দ কেজরিওয়ালকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবগারি মামলায় শনিবার অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতে পাঠাল…

18 mins ago

Sonu Nigam | গোলাপ জলে আশা ভোঁসলের পা ধোয়ালেন সোনু! গায়কের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের (Asha Bhosle) জীবনী। নাম ‘স্বরস্বামিনী আশা’।…

42 mins ago

Accident | মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৬

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা ঘটল মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে(Mumbai-Nagpur Expressway)। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু…

59 mins ago

Malda | মানিকচকে পিস্তল-কার্তুজ সহ গ্রেপ্তার বিজেপি নেতা সহ ৬

মানিকচক: অস্ত্র পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির এক পঞ্চায়েত প্রধান (BJP Panchayat…

60 mins ago

This website uses cookies.