নাগরাকাটাঃ দলের সন্ধান না মেলায় মায়ের কাছে ফেরানো গেল না নাগরাকাটা বস্তী থেকে উদ্ধার হওয়া হস্তী শাবককে। সোমবার গভীর রাতে টানা কয়েক ঘন্টার চেষ্টা করেও বিফল হন বনকর্মীরা। শাবকটির বয়স আনুমানিক ১৫ দিন। মা তাঁর সন্তানকে কাছে টেনে না নেওয়ায় বর্তমানে শাবকটির ঠাঁই হয়েছে গরুমারা জাতীয় উদ্যানের পিলখানায়। সেখানেই চিকিৎসকের পরামর্শে বনকর্মীদের কাছে পরম যত্নে লালিত পালিত হচ্ছে হস্তিশাবকটি। নিজের দুধ খাওয়াতে পারে এমন কোনও কুনকি মা হাতি গরুমারাতে না থাকায় শাবকটিকে জলদাপাড়ার পিলখানায় নিয়ে যাওয়ার ভাবনা রয়েছে বন দপ্তরের। উত্তরবঙ্গের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) ভাস্কর জেভি বলেন, শাবকটি সুস্থই আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।
গত সোমবার ওই হস্তিশাবকটি হিলা চা বাগানে দল থেকে আলাদা হয়ে পড়ে। সম্ভবত মায়ের খোঁজে জলঢাকা নদী পেরিয়ে জঙ্গলে যেতে গিয়ে ভেসে যায়। পরের দিন বিকেলে নাগরাকাটা বস্তীতে দেখা মেলে শাবকটির। কোনওরকমে নদী থেকে উঠে তীরবর্তী লোকালয়ে আশ্রয় নেয় সেটি। পুলিশ হয়ে সেই খবর যায় বন দপ্তরের কাছে। এরপর বনকর্মীরা হিলা চা বাগানে গিয়ে লাগোয়া জঙ্গলে গভীর রাত পর্যন্ত তন্নতন্ন করে খোঁজে হাতির দলের। উদ্দেশ্য ছিল মায়ের কাছে শাবকটিকে ফিরিয়ে দেওয়া। যদিও দলটির কোনও সন্ধান মেলে নি। এদিন সকালেও দলটির সন্ধানে জঙ্গল চষে বেড়াতে দেখা যায় বন দপ্তরকে।