রাঙ্গালিবাজনা: ফের লোকালয়ে হাতির হানা। সোমবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের পশ্চিম খয়েরবাড়ির মাস্টারপাড়ার বাসিন্দা পুরোহিত ভবতোষ চক্রবর্তীর ঘরে হানা দেয় একটি দাঁতাল। তাঁর ঘরে রাখা দেড় কুইন্টাল চাল সাবার করেছে দাঁতালটি। এছাড়া প্রচুর চাল ফেলে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করেছে। রান্না ঘরে রাখা চালের বস্তা বের করতে বেড়ার পাশাপাশি একচালার অ্যাসবেসটাসের ছাউনি ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে দাঁতালটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পাঁচটি হাতির একটি পাল এলাকায় ঢুকে পড়ে। এরমধ্যে ১টি দাঁতাল হানা দেয় ভবতোষ চক্রবর্তীর বাড়িতে। এলাকার বাবলু রায়, বিকাশ রায় সহ আরও কয়েকজনের সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কলা গাছগুলি সহ সুপারি গাছও খেয়েছে হাতিগুলি। তবে এজন্য ক্ষতিপূরণ চান না পুরোহিত ভবতোষ চক্রবর্তী। তিনি বলেন, ‘হাতিকে তাঁরা মহাকাল বা গণেশ বাবা হিসেবে পুজো করেন। তাই হাতি কিছু খেয়ে গেলে এজন্য সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে হাত পাততে রাজি নন।