নাগরাকাটা: গভীর রাতে চা বাগানে হানা দিয়ে দুটি শ্রমিক আবাস গুঁড়িয়ে দিল হাতি (Elephant Attack)। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বানারহাটের (Banarhat) দেবপাড়া চা বাগানে। লাগাতার এই বাগানটিতে হাতির হামলা চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, রাত ৩টে নাগাদ পাশের লক্ষ্মীপাড়ার জঙ্গল (Lakhipara Jungle) থেকে একপাল হাতি বেরিয়ে দেবপাড়া চা বাগানের গাড়া লাইনের ঢুকে পড়ে। তার মধ্যে দুটি হাতি এসে ওই শ্রমিক আবাস দুটি একে একে ভেঙে দেয়। পরিবারের লোকেরা কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন।
এলাকার বাসিন্দারা জানান, এর আগেও এলাকায় একাধিকবার হাতির হামলার ঘটনা ঘটেছিল। ক্ষতিগ্রস্তরা আজও ক্ষতিপূরণ পাননি। বন দপ্তরের ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, ‘আবেদন করলে ক্ষতিগ্রস্তদের নিয়ম মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’ যদিও বাসিন্দাদের দাবি, এর আগে একাধিকবার আবেদন করেও ক্ষতিপূরণের একটা টাকা এখনও আজ পর্যন্ত পাননি তাঁরা।