নাগরাকাটা: নাগরাকাটার বিভিন্ন এলাকায় রাতভর তাণ্ডব চালাল হাতি। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল দুটি দোকান সহ সাতটি বাড়ি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরি লাইনে দুটি হাতি গরুমারা জঙ্গল থেকে বেরিয়ে একটি দোকান সহ পাঁচটি বাড়ি ভেঙে দেয়। পরপর দু’বার এসে হামলা চালায় হাতির দল। অন্যদিকে, শুক্রবার ভোরে নাগরাকাটার থানা পাড়ায় বুধরাম ওরাওঁয়ের বাড়ির জানালা ভেঙে দেয় অপর একটি হাতি। এমনকি তাঁদের উঠোনে মজুত সব ধান সাবাড় করে। হাতিটি ওই এলাকায় একটি সীমানা প্রাচীরও ভেঙে দেয়। নন্দুমোড়ে প্রলয় মিত্র নামে স্থানীয় এক যুবকের দোকানের শাটার ভেঙে জিনিসপত্র সাবার করে অন্য আরও একটি হাতি। বনদপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজকুমার লায়েক জানান, ক্ষতিগ্রস্তরা আবেদন জানালে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। হাতির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।
হাতির তাণ্ডব
রাতভর মাদারিহাট, বীরপাড়া ও ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। কারও ঘর ভেঙে চাল ধান সাবাড় করেছে...
Read more