রাঙ্গালিবাজনা: রাতভর মাদারিহাট, বীরপাড়া ও ফালাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। কারও ঘর ভেঙে চাল ধান সাবাড় করেছে হাতি। তছনছ হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমিতে চাষ করা ভুট্টাখেত, পাটখেত। ফলে বন দপ্তরের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। অবশ্য হাতির হানার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন বনকর্মীরা। যদিও কোনভাবেই ক্ষতি আটকাতে পারেননি তাঁরা।
বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের পশ্চিম শালকুমারে হানা দেয় ৩০টি হাতির একটি পাল। হাতিগুলি মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ফরেস্ট থেকে বেরিয়েছিল বলে জানান স্থানীয়রা। হাতির হানায় তছনছ হয়ে গিয়েছে স্থানীয় বাসিন্দাদের ভুট্টা ও পাটখেত। স্থানীয় বাসিন্দা আশরাফ আলি জানান, এলাকায় চাষ করা ভুট্টার বেশিরভাগই ইতিমধ্যে হাতির পেটে গিয়েছে। রাত দুটো থেকে তিনটে পর্যন্ত মাদারিহাট থানার শিশুবাড়ি সংলগ্ন এলাকা দাপিয়ে বেড়ায় হাতির পাল। বন দপ্তরের মাদারিহাট রেঞ্জ সূত্রে জানানো হয়েছে, একই সঙ্গে বিভিন্ন এলাকায় হাতির পাল হানা দিচ্ছে। ফলে নাজেহাল হচ্ছেন বনকর্মীরা। ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ পাবেন বলেও জানিয়েছে বন দপ্তর।