বিন্নাগুড়ি: রাতভর চা বাগানে তাণ্ডব চালাল একদল হাতি। এর জেরে চা বাগানের দুটি বাংলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার গভীর রাতে বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে ঢুকে পড়ে একদল হাতি। বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলো ঘিরে রীতিমতো তাণ্ডব চালায় হাতির দল। কোনওরকমে বাংলো ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কানাইলাল মহাপাত্র এবং তাঁর পরিবারের সদস্যরা। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত গয়েছে চা বাগানের ডিরেক্টরের বাংলোও। পরে হাতিটিকে বাগান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানান, রাতে চা বাগানে হাতির হানার খবর পাওয়ার পরই বনকর্মীরা সেখানে যান। ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial
আরও পড়ুন : পারাপারের পথে মাঝ রাস্তায় আটকে পড়ল হাতির দল