উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (যা টুইটার নামে পরিচিত) বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের মালিকানাধীন। একটি পোস্টে সাইবার হামলার বিষয়টি নিজেই জানিয়েছেন মাস্ক।
সোমবার সকাল থেকে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এক্স ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। অনেকেই আইডিতে প্রবেশ করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। বিভ্রাটের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ব্যবহারকারীরা।
পরে বিষয়টি নিজেই খোলসা করেন মাস্ক। একটি পোস্টে মার্কিন ধনকুবের লিখেছেন, ‘এক্সে একটি শক্তিশালী সাইবার হামলা হয়েছে। আমরা প্রতিদিন এরকম হামলার শিকার হই। তবে এবারের হামলায় কোনও বড় গোষ্ঠী অথবা দেশ জড়িত।’
একটি সাক্ষাৎকারে মাস্ক অভিযোগ করেন, এই সাইবার হামলার পেছনে ইউক্রেনের যোগসূত্র রয়েছে। তিনি বলেন, ‘এক্স সিস্টেমটি ভেঙে ফেলার জন্য ইউক্রেন অঞ্চল থেকে বড় সাইবার হামলা চালানো হয়েছিল।’ মাস্ক এমন দাবি করলেও হামলার দায় অবশ্য স্বীকার করেছে প্যালেস্টাইনপন্থী হ্যাকার গোষ্ঠী ডার্ক স্টর্ম। তারা মূলত গাজায় ইজরায়েলের সামরিক পদক্ষেপ সমর্থনকারী দেশ বা সংস্থাকে টার্গেট করে।