উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৮ মাস যাবত মহাকাশে আটকে থাকার পর অবশেষে মার্চের মাঝামাঝিতেই পৃথিবীতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর সহযোগী বুচ উইলমোর (Butch Wilmore)। এলন মাস্কের স্পেসএক্সের ক্রিউ-১০ যান আগামী ১২ মার্চ তাঁদের ফিরিয়ে আনার উদ্দেশে রওনা দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) আগেই অভিযোগ করেছিলেন যে, বাইডেন প্রশাসনের জন্যই এতদিন মহাকাশে আটকে থাকতে হচ্ছে সুনীতাদের। এবার ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করেন বিস্ফোরক দাবি করলেন এলন মাস্কও (Elon Musk)। তাঁর দাবি, রাজনৈতিক কারণেই সুনীতাদের মহাকাশ থেকে ফেরাতে চায়নি বাইডেন প্রশাসন।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও এলন মাস্ক একসঙ্গে এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন। সেখানেই মাস্ক বলেন, ‘প্রেসিডেন্টের নির্দেশে আমরা যত তাড়াতাড়ি সম্ভব মহাকাশচারীদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। যা একরকম অযৌক্তিকভাবেই স্থগিত করা হয়েছিল।’ সে সময়ই ট্রাম্প বলে ওঠেন, ‘তাঁদের মহাকাশেই রেখে দেওয়া হয়েছিল।’ ট্রাম্পের মন্তব্যকে সমর্থন জানিয়ে মাস্ক বলেন, ‘হ্যাঁ, রাজনৈতিক কারণে সুনীতাদের মহাকাশ থেকে ফেরাতে চায়নি বাইডেন প্রশাসন, যা মোটেই গ্রহণযোগ্য নয়।’
যদিও বাইডেনের আমলেই মাস্কের সংস্থা স্পেসএক্স-কে সুনীতাদের মহাকাশ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, মাস্কের সংস্থা বাইডেন প্রশাসনের থেকে ঠিকভাবে কোনও অনুমোদনও পায়নি। অনেক কিছুতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘বাইডেন মহাকাশচারীদের ফিরিয়ে আনার কোনও পরিকল্পনাই করেননি। আমার মনে হয় তিনি সত্যিই তাঁদের মহাকাশে আটকে রাখতে চেয়েছিলেন।’ তবে এখন মহাকাশচারীদের ফিরিয়ে আনতে সবরকমের প্রচেষ্টার অনুমতি রয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, আগামী ১৯ মার্চ স্পেসএক্সের যানে করে পৃথিবীতে ফিরে আসার কথা সুনীতাদের।