সান ফ্রান্সিসকো: টুইটারের সিইও (চিফ এগজিকিউটিভ অফিসার)-র দায়িত্ব ছাড়তে চলেছেন এলন মাস্ক। তিনি নিজেই একথা জানিয়েছেন। মাস্ক জানিয়েছেন, এনবিসি ইউনিভার্সাল এগজিকিউটিভ লিন্ডা ইয়াকারিনোর সঙ্গে টুইটারের চিফ এগজিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব গ্রহণ নিয়ে কথা হচ্ছে। সিইও-র পদ ছাড়লেও টুইটারের নিয়ন্ত্রণ সম্পূর্ণ ছেড়ে দেবেন না টেসলা কর্তা। সংস্থার চিফ টেকনোলজিস্ট হিসাবে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবারই মাস্ক একটি টুইট করে জানান, টুইটারের নতুন সিইও পেয়ে গিয়েছেন। আগামী ছয় সপ্তাহের মধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। তবে সেই নতুন সিইও কে হবেন, সে বিষয়ে কিছু জানাননি মাস্ক। যদিও পরে টুইটারের অন্দর মহল থেকেই জানা যায়, এনবিসি ইউনিভার্সাল মিডিয়ার বিজ্ঞাপন বিভাগের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। যদিও এই বিষয়ে ওই সংস্থার তরফে কোনও জবাব দেওয়া হয়নি।
গত বছরের এপ্রিল মাসে ৪ হাজার ৪০০ কোটি ডলার দিয়ে টুইটার সংস্থাকে কিনে নেন এলন মাস্ক। গত অক্টোবর মাসে সংস্থার সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। তবে সেই সময়ই মাস্ক জানিয়েছিলেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্তই তিনি টুইটারের সিইও হিসাবে দায়িত্ব পালন করবেন।