উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ ছবির (Emergency Film Update) মুক্তি নিয়ে একের পর বিতর্ক। জল গড়িয়েছে আদালত পর্যন্ত। এবার ছবি মুক্তিকে ঘিরে আইনি জট কাটার ইঙ্গিত মিলেছে। কঙ্গনার (Kangana Ranaut) দাবি, সেন্সর বোর্ড (CBFC) তাঁদের ছবিকে ছাড়পত্র দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) কঙ্গনা জানিয়েছেন, সেন্সর বোর্ডের তরফে ‘ইমার্জেন্সি’কে ছাড়পত্র দেওয়া হয়েছে। শীঘ্রই ছবির মুক্তির দিন ঘোষণা করা হবে। আপনাদের ধৈর্য্য এবং সমর্থনের জন্য ধন্যবাদ।
এই ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির (Indira Gandhi) চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। চিত্রনাট্যও লিখেছেন তিনিই। কঙ্গনার এই ছবি শিখ ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ শিরোমণি অকালি দলের। এমনকি, এই ছবির জন্য নাকি হুমকিও পেয়েছেন অভিনেত্রী। ৬ সেপ্টেম্বর ছবি মুক্তির কথা ছিল। কিন্তু কঙ্গনা পরিচালিত এই ছবি মুক্তির উপর স্থগিতাদেশ দেয় আদালত। সেন্সর বোর্ডের সঙ্গে নির্মাতাদের দীর্ঘ বিবাদ চলে। অবশেষে সেন্সর বোর্ডের তরফে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে।