রাজ্য

Jakir Hossain | তৃণমূল বিধায়ককে প্রাণনাশের হুমকি, পুলিশের জালে ইঞ্জিনিয়ার

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ (Murshidabad) জেলার জঙ্গিপুরের (Jangipur) তৃণমূল (TMC MLA) বিধায়ক জাকির হোসেনকে (Jakir Hossain) প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আসানুজ্জামান(৩০)। বাড়ি ঝাড়খণ্ডের ইসলামপুর এলাকায়। পেশায় ইঞ্জিনিয়ার।

দু’দিন আগে রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন অভিযোগ করেছিলেন, বিগত কয়েকদিন ধরে তাঁকে একটি নম্বর থেকে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে ক্রমাগত গালিগালাজ এবং প্রাণে মেরে ফেলার হুমকি (Threat Call) দেওয়া হচ্ছে। যে ভাষায় তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়েছে তাতে তিনি এবং তাঁর পরিবার সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বছর তিনেক আগে নিমতিতাতে স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। সেই ঘটনার এনআইএ তদন্ত শেষ হওয়া এবং সকল দোষীদের গ্রেপ্তারির আগে ফের একবার হুমকি ফোন পাওয়াতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার তৃণমূলের হেভিওয়েটএই বিধায়ক। জাকির হোসেনের লিখিত অভিযোগ পাওয়ার পরই সুতি থানার একটি বিশেষ দল তদন্ত নামে। তদন্তের শুরুতেই পুলিশ জানতে পেরেছিল ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ফোন করে জাকির হোসেনকে হুমকি দেওয়া হয়েছিল। রাতে পুলিশের একটি দল ঝাড়খণ্ডের ইসলামপুরে অভিযান চালায়। সেখান থেকে বি টেক ইঞ্জিনিয়ার আসানুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় বলেন, ‘ধৃত যুবক কী উদ্দেশ্যে এই কাজ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবারই ধৃতকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। সম্প্রতি আসানুজ্জামানের কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে। কী কারণে ওই যুবক জাকির হোসেনকে ফোন করে হুমকি দিয়েছিল পুলিশ তা জানতে পারলেও তদন্তের স্বার্থে তা প্রকাশ্যে আনতে রাজি হয়নি।‘

এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃত যুবক বলে, ‘গত প্রায় দু’বছর ধরে আমি জাকির হোসেনকে ফোনে ম্যাসেজ করতাম। তাঁর সঙ্গে কথা বলতে চেয়ে একাধিকবার ফোনও করেছি। কিন্তু কোনও দিন বিধায়ক আমার ফোন বা ম্যাসেজের উত্তর দেননি। আমি শুনেছিলাম উনি অনেক মানুষের উপকার করেন। আমি কিছুটা সাহায্যের জন্যই উনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। শেষ অবধি কোনও উত্তর না পাওয়ার জন্য বিরক্ত হয়ে আমি তাঁকে গালাগালি করে ম্যাসেজ করেছিলাম।‘ যদিও তৃণমূল বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ অস্বীকার করেছেন ধৃত ইঞ্জিনিয়ার।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Hurricane Beryl | বেরিলের প্রভাব বার্বাডোজে, রোহিতদের ফেরাতে ব্যক্তিগত বিমান পাঠাবেন জয় শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ধেয়ে আসছে হারিকেন ‘বেরিল’। ঘণ্টায় ১৭৯ কিলোমিটার বেগে বার্বাডোজে আছড়ে…

16 mins ago

Madhya Pradesh | বুরারি কাণ্ডের স্মৃতি ফেরাল মধ্যপ্রদেশ, একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার করল পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার মধ্যপ্রদেশে। বাড়ির ভেতর থেকে একই পরিবারের…

19 mins ago

Chopra | সিপিএম নেতা খুনে জড়িয়েছিল নাম, সেই তৃণমূল নেতা ‘জেসিবি’ এবার যুগল নির্যাতনে কাঠগড়ায়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েতে জোটের মিছিলে গুলি চালিয়ে বাম নেতাকে খুনকাণ্ডেও গ্রেপ্তার হয়েছিল চোপড়ার…

20 mins ago

Chopra Viral Video | তাজিমুলের ৫ দিনের পুলিশি হেপাজত, ৫ টি ধারায় মামলা রুজু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়া কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে পাঁচ দিনের পুলিশ…

32 mins ago

Maharashtra | ৬৪ বছরের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যসচিব পেল মহারাষ্ট্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৬৪ বছরের ইতিহাসে এই প্রথম মহিলা মুখ্যসচিব পেল মহারাষ্ট্র (Maharashtra)। রবিবার…

1 hour ago

Robbery | দিনেদুপুরে বাসে ডাকাতি, জখম বাসচালক, নিরাপত্তা নিয়ে প্রশ্ন যাত্রীদের

ঘোকসাডাঙ্গা: নবদ্বীপ থেকে কোচবিহারগামী বেসরাকারি যাত্রীবাহী বাসে ডাকাতি(Robbery)। বাসের চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে জিনিসপত্র লুঠ…

1 hour ago

This website uses cookies.