ট্রেন্ট ব্রিজ: দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ঝোড়ো শুরু করলেন ইংরেজ ব্যাটাররা। বেন ডকেট (৭১) এবং ওলি পোপের (১২১) দাপটে ইংল্যান্ড ৫০ রানে পৌঁছায় মাত্র ২৬ বলে। টেস্ট ক্রিকেটের ইতিহােস যা কোনও দলে দ্রুততম অর্ধশতরান। যদিও প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে (০) আউট করে ধাক্কা দিয়েছিলেন আলজারি জোসেফ। কিন্তু সেই ধাক্কা সামলে ইংরেজদের এগিয়ে নিয়ে যায় ডকেট-পোপ জুটি। সামার জোসেফ ফেরান ডকেটকে। বড় রান পাননি জো রুট (১৪)। তবে অর্ধশতরান করে ফেেলছেন অধিনায়ক বেন স্টোকস (অপরাজিত ৫০)। তঁার সঙ্গে ক্রিজে জেমি স্মিথ (১১)। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৩১৩/৫।