এম আনওয়ারউল হক, মালদা: নিজেদের বয়সের সঠিক প্রমাণ দিতে গিয়ে হিমসিম খেতে হল অনূর্ধ্ব ১৪ বছরের টিমে খেলতে আসা বিভিন্ন স্কুলের ছাত্রদের। সোমবার ইংরেজবাজার (English Bazar) রুরাল জোনের অনূর্ধ্ব ১৪ ফুটবল ম্যাচ শুরুর আগে প্রত্যেক ছাত্রদের আসল জন্ম সার্টিফিকেট (Birth certificate) দেখাতে গিয়েই ঘটে বিপত্তি। ভেরিফিকেশনের দায়িত্বে থাকা শিক্ষক বেশিরভাগ ছাত্রদের জন্ম সার্টিফিকেটে রাবার স্ট্যাম্প না থাকার কারণে ম্যানুয়াল বাতিল করে দেন। প্রত্যেক স্কুলের সিংহভাগ ছাত্রেরই জন্ম সার্টিফিকেটে একই সমস্যা মেলায় বিপদে পড়ে শিক্ষক থেকে ছাত্ররা।
জোত আরাপুর পিএন হাইস্কুলের ভুক্তভোগী শিক্ষক বিশ্বজিৎ দে দাস জানান, ‘আমার মেয়েরও একই রকম অবস্থা রয়েছে। কোনও অজ্ঞাতকারণে এরকম হয়েছে। আজকে এবিষয়টা আমরা লক্ষ করছি। খেলতে আসা ছাত্রদেরই শুধু নয় এরকম ত্রুটি অনেকেরই থাকতে পারে।’
যদিও ইংরেজবাজার রুরাল জোনের সম্পাদক উত্তমকুমার মণ্ডলের হস্তক্ষেপে পরে পড়ুয়ারা ফুটবল খেলায় অংশ নেই। তিনি বলেন, ‘ইংরেজবাজার পুরসভা থেকে দেওয়া জন্ম সার্টিফিকেটে সবকিছু ঠিক থাকলেও আধিকারিকের সই এর নীচে সিল না থাকায় সাময়িক সমস্যা হয়েছিল। সংশ্লিষ্ট স্কুল ও ছাত্রদের জন্ম সার্টিফিকেট ঠিক করে নিতে বলা হয়েছে।’
সম্পাদকের আরও বক্তব্য, ‘ইংরেজবাজার পুরসভার জন্মমৃত্যু বিভাগে যোগাযোগ করলে সমাধান হতে পারে। জোনে এটা চললেও মহকুমা ও জেলাস্তরে জন্ম সার্টিফিকেট সঠিক না হলে খেলতে পারবে না জোনের বিজয়ী দল। মালদা জেলায় ১০টি জোনে খেলা হচ্ছে। মহকুমা স্তরে ৪ সেপ্টেম্বরের মধ্যেই খেলা শেষ হবে।’
সোমবার ইংরেজবাজার রুরাল জোনের অনূর্ধ্ব ১৪ ফুটবল ম্যাচ হয় ইংরেজবাজার থানার কোতুয়ালি ব্লকের জোত আরাপুর পিএন হাইস্কুল ময়দানে। এদিনের খেলায় মোট সাতটি স্কুল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নরহাট্টা জিএস হাইস্কুল, সিস্টার নিবেদিতা পাবলিক হাইস্কুল, জোত আরাপুর পিএন হাইস্কুল, বুধিয়া হাই মাদ্রাসা, নয়ঘরিয়া হাইস্কুল, রায়গ্রাম হাইস্কুল ও সাটটারি হাইস্কুল। স্কুল প্রতি ১৫জন খেলোয়াড় নিয়ে আসা হয়েছিল বলে জানান বুধিয়া হাই মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম।