লন্ডন: ফুলহামের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের অভিযান শুরু করেছিল তারা। ভাগ্য সুপ্রসন্ন থাকলে শনিবারও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জিতে ফিরতে পারত। কিন্তু অফসাইডের গেরোয় জোড়া গোল বাতিল হল তাদের। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে ১-২ গোলে ম্যাচ হারলেন ব্রুনো ফার্নান্ডেজরা।
গত ম্যাচের একাদশই এদিন নামিয়েছিলেন লাল ম্যাঞ্চেস্টারের কোচ এরিক টেন হ্যাগ। শুক্রবার ইউনাইটেডের উইঙ্গার আমাদ ডিয়ালোর মা মারা যান। কিন্তু ডিয়ালো ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেন, তাঁকে যেন শনিবার স্কোয়াডে রাখা হয়। ৬০ মিনিটে নৌসাইর মাজরাউইয়ের পাস থেকে ডিয়ালো লাল ম্যাঞ্চেস্টারকে সমতায় ফেরান। এর আগে ৩২ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তনী ড্যানি ওয়েলবেকের গোলে টেন হ্যাগ ব্রিগেড পিছিয়ে পড়ে। পরের মিনিটেই মার্কাস র্যাশফোর্ডের সামনে স্কোরলাইন ১-১ করার সুযোগ ছিল। ব্রাইটন গোলকিপার জেসন স্টিলির হাত থেকে ছিটকে আসা বল জালে জড়িয়েছিলেন র্যাশফোর্ড। কিন্তু অফসাইডের জন্য তা বাতিল হয়। ৭৩ মিনিটে অফসাইডের কারণে ইউনাইটেডের নতুন রিক্রুট জোশুয়া জির্কজিও স্কোরশিটে নাম তুলতে পারেননি। উলটে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে জোয়াও পেদ্রোর গোলে হার হজম করতে হয় লাল ম্যাঞ্চেস্টারকে।
পড়শি ম্যাঞ্চেস্টার সিটি অবশ্য চ্যাম্পিয়নের মেজাজেই ছুটছে। আর্লিং ব্রাউট হাল্যান্ডের হাটট্রিকে তারা ৪-১ গোলে ইপসউইচ টাউনকে উড়িয়ে দিয়েছে। ৭ মিনিটে অবশ্য পিছিয়ে পড়েছিল সিটি। কিন্তু ১২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান আর্লিং ব্রাউট হাল্যান্ড। ১৪ মিনিটে সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুয়েন স্কোরশিটে নাম তোলেন। ২ মিনিট বাদে হাল্যান্ডের দ্বিতীয় গোল সিটিকে চালকের আসনে বসিয়ে দেয়। মরশুমের প্রথম হ্যাটট্রিক হাল্যান্ড সম্পূর্ণ করেন ৮৮ মিনিটে।
জয়ে ফিরল টটেনহাম হটস্পারও। তারা ৪-০ গোলে এভার্টনকে হারিয়েছে। জোড়া গোল সন হিউং-মিনের। স্পার্সের বাকি গোল দুটি ভেস বিসৌমা ও ক্রিশ্চিয়ান রোমেরোর।