লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই মরশুমে শেষ ১০ রাউন্ডে পয়েন্ট নষ্ট করে খেতাব হাতছাড়া করেছে তারা। এবার আর্সেনালের ভাগ্যে কী আছে, সময়ই বলবে। আপাতত চেনা ছন্দে এগোচ্ছে গানার্স ব্রিগেড। গত ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিরুদ্ধে আটকে যাওয়ার পর এদিন টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারাল মিকেল আর্তেতার ছেলেরা। এর ফলে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এল আর্সেনাল।
ঘরের মাঠে টটেনহাম অবশ্য এদিন শুরুটা আক্রমণাত্মক করেছিল। ফলে প্রথমদিকে আর্সেনালের গোলকিপার ডেভিড রায়াকে জোড়া সেভ করতে হয়। পেড্রো পোরোকে বাজে ট্যাকল করলেও সরাসরি লাল কার্ডের হাত থেকে বেঁচে যান গানার্স ডিফেন্ডার জুরিয়েন টিম্বার। এরপরই ম্যাচে ফিরতে শুরু করে আর্সেনাল। টটেনহামও চাপ বাড়ানোর চেষ্টা করে। কিন্তু দুই দলই অ্যাটাকিং থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলছিল। অবশেষে ৬৪ মিনিটে দুরন্ত হেডে আর্সেনালের জয় আনেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।
১৩ ম্যাচ পর স্কোরশিটে নাম তুলেছেন মার্কাস র্যাশফোর্ড। দলের উইঙ্গারের থেকে এবার গোলবন্যা চাইছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগ। বলেছেন, ‘স্ট্রাইকাররা সবসময় স্কোরশিটে নাম তুলতে চায়। মার্কাসও ব্যতিক্রম নয়। একটা গোল যখন এসেছে, তখন আগামীতে ওর থেকে গোলের বন্যা আশা করছি।’