মুরতুজ আলম, সামসী: কলেজ ক্যাম্পাসে বিক্ষোভের ঘটনায় বহিরাগত ছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা আনল সামসী কলেজ(Samsi College) কর্তৃপক্ষ। পাশাপাশি ছাত্রীকে ‘শ্লীলতাহানির’ কোনও অভিযোগ জমা পড়েনি বলে দাবি কর্তৃপক্ষের।
শুক্রবার সামসী কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট রিয়াজুল করিম বক্সী সাফ জানান, ‘কলেজে বহিরাগতরা ঢুকে যখন-তখন অযথা ঝামেলা পাকাচ্ছে। তাই কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বহিরাগত ছাত্রদের প্রবেশে নিষেধাজ্ঞা ছাড়া আর কোনও বিকল্প পথ খোলা নেই।’
বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান চলাকালীন সামসী কলেজে পড়ুয়া এবং বহিরাগতরা মিলে স্লোগান দিতে দিতে কলেজ চত্বরে প্রবেশ করে। এরপর তাঁরা শিক্ষক দিবসের অনুষ্ঠানকক্ষে জোর করে প্রবেশ করে। অধ্যাপকদের দাবি, পড়ুয়ার নামে বহিরাগতরা এসে গণ্ডগোল পাকায়। কলেজের তরফে জানানো হয়, কলেজে নির্বাচিত কোনও ছাত্র সংসদ না থাকায় শিক্ষক দিবসের অনুষ্ঠান কলেজ কর্তৃপক্ষ নিজেরাই আয়োজন করেছিল। এনিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। শিক্ষক দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ তুলেন শিক্ষকদের একাংশ। যদিও ছাত্রদের অভিযোগ ছিল, এক ছাত্রীকে ইভটিজিং করেছিল কলেজেরই এক ছাত্র। এবিষয়ে অধ্যক্ষকে লিখিতভাবে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। বাধ্য হয়ে তাঁরা অধ্যক্ষকে ঘেরাও করেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষের সাফ কথা, এমন কোনও ঘটনা ঘটলে লিখিত অভিযোগ জানাতে হয়। এমন কোনও অভিযোগ জমা পড়েনি।
ইভটিজিং প্রসঙ্গে কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট রিয়াজুল করিম বক্সীর সাফ বক্তব্য, ‘তাঁদের অভিযোগ ভিত্তিহীন। কলেজে ইভটিজিং-এর মতো কোনও ঘটনা ঘটেনি। তাই ছাত্রীর শ্লীলতাহানির কোনও প্রশ্নই আসে না।’