লন্ডন: গোল করাটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং ব্রাউট হাল্যান্ডের। এই মরশুমের প্রথম ম্যাচেও তার অন্যথা হয়নি। চেলসির বিরুদ্ধে গোল পেয়েছেন এই স্ট্রাইকার। আপাতত ম্যান সিটির জার্সিতে ১০০ ম্যাচে ৯১ গোল করে ফেলেছেন তিনি। তাঁর এই অবিশ্বাস্য পারফরমেন্সের প্রশংসায় পঞ্চমুখ স্বয়ং কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি বলেছেন, ‘হাল্যান্ডের পারফরমেন্স লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতোই। গত দেড় দশক ধরে মেসি-রোনাল্ডো গোটা বিশ্বকে শাসন করছে। হাল্যান্ড ওদের মতোই গোল করছে।’তিনি আরও যোগ করেছেন, ‘প্রিমিয়ার লিগে ১০০ ম্যাচ খেলা ও ৯১ গোল করা রীতিমতো অবিশ্বাস্য ব্যপার। আমি জানি না, ও কীভাবে এই পারফরমেন্স করেছে। গত মরশুমের শেষদিকে অবশ্য হাল্যান্ডকে কিছুটা ক্লান্ত দেখিয়েছিল। কিন্তু এই মরশুমে ও দুর্দান্ত শুরু করেছে।’
এদিকে, স্পেনের ইউরো কাপ জয়ের পর হাল্যান্ডকে নিয়ে ব্যঙ্গ করে গান গেয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেল্লা। এদিন চেলসির বিরুদ্ধে সেই কুকুরেল্লার ভুলের সুযোগ নিয়েই গোল করেন হাল্যান্ড। পরে এই নিয়ে তিনি বলেছেন, ‘কুকুরেল্লা একজন মজার মানুষ। গত মরশুমে ও আমার কাছে একটি জার্সি চেয়েছিল। এই গ্রীষ্মে আমাকে নিয়ে একটা গানও তৈরি করেছিল।’