Wednesday, July 3, 2024
HomeTop NewsEURO CUP | জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে স্পেন,...

EURO CUP | জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ আটে স্পেন, কোয়ার্টারে প্রতিপক্ষ জার্মানি    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়াকে ৪-১ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল স্পেন। ইউরো কাপ যত এগোচ্ছে, তত বিধ্বংসী হয়ে উঠছে স্পেন। ১ গোলে পিছিয়ে থেকেও পরপর ৪ গোল দিয়ে জাত চেনালেন রদ্রি-রুইজরা। যদিও জর্জিয়ার একমাত্র গোল রবিন লে নরমাঁর আত্মঘাতী। কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে আয়োজক দেশ জার্মানির বিরুদ্ধে।

ইউরো কাপে এবারই প্রথম অংশ নেয় জর্জিয়া। লিগ পর্যায়ে পর্তুগালকে হারিয়ে নজির গড়ে দলটি। আবির্ভাবেই নকআউটে ওঠা জর্জিয়ার স্বপ্নের দৌড় শেষ হয়ে গেল। ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। প্রথম দিকেই গোলের সুযোগ হাতছাড়া করেন আলভারো মোরাতা এবং রুইজ। কিন্তু জর্জিয়া মরিয়া হয়ে রক্ষণ সামাল দিচ্ছিল। তবে জর্জিয়া ছেড়ে কথা বলার পাত্র ছিল না। স্পেনের কোনও খেলোয়াড় বল হারালেই জর্জিয়া দ্রুতগতিতে আক্রমণে উঠছিল। সেটা করতে গিয়েই গোল পেয়ে যায় তারা। ১৮ মিনিটের মাথায় ডান দিকে বল পেয়েছিলেন খাভিচা কাভারৎস্কেলিয়া। স্পেনের দুই ডিফেন্ডারকে এড়িয়ে তা যাচ্ছিল জর্জিয়ারই এক খেলোয়াড়ের কাছে। তার আগেই এগিয়ে এসে স্পেনের রবিন লে নরমাঁ আটকাতে যান। বল তাঁর পেটে লেগে নিজেদের গোলেই ঢুকে যায়।

১ গোলে পিছিয়ে পড়ে জর্জিয়ার রক্ষণে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেয় স্পেনের ফুটবলাররা। ৩৯ মিনিটে সমতা ফেরায় তারা। বাঁ দিকে বল পেয়েছিলেন নিকো উইলিয়ামস। তিনি জর্জিয়ার রক্ষণ চিরে পাস দেন বক্সের বাইরে থাকা রদ্রিকে। রিসিভ করেই বাঁ পায়ে গড়ানো শটে বল জালে জড়ান রদ্রি।

দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই আক্রমণে যায় স্পেন। ৫০ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে ফ্রিকিক পেয়েছিল স্পেন। লেমিনে ইয়ামালের শট ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন মামাদাশভিলি। সেই বল ঘুরে আসে ইয়ামালের পায়ে। এ বার তাঁর নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রুইজ। ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। ৭৫ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন নিকো উইলিয়ামস। ৮৫ মিনিটের মাথায় চতুর্থ গোল করে স্পেন। নিজেদের অর্ধে বল ক্লিয়ার করতে পারেননি জর্জিয়ার ডিফেন্ডারেরা। সেই বল ঠিক বক্সের বাইরে গিয়ে পড়ে দানি ওলমোর পায়ে। নিচু শটে গোল করেন স্পেনের ফুটবলার। এদিনের জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল স্পেন। স্পেনের পরবর্তী ম্যাচ আয়োজক দেশ জার্মানির বিরুদ্ধে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mumbai | হিজাবের পর ক্যাম্পাসে নিষিদ্ধ ছেঁড়া জিন্স, টি-শার্ট! কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে বিতর্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই হিজাব পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছিল মুম্বইয়ের (Mumbai) একটি কলেজ। এবারে কলেজ চত্বরে ছেঁড়া জিন্স, টি-শার্ট এবং খোলামেলা পোশাক...

Siliguri | বাসি-পচা মাংস নয় তো, দেখবেটা কে! বিরিয়ানিতে সংশয়

0
সাগর বাগচী, শিলিগুড়ি: রাস্তার ধারে লাল শালুতে মোড়া সারি সারি হাঁড়ি। কোথাও ফুটপাথেই কাটা হচ্ছে সবজি। রান্নাঘরে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, টিকটিকি। শহরের (Siliguri) অধিকাংশ...

Narendra Modi on Chopra Case | ‘বোনটা চিৎকার করছিল, কিন্তু কেউ তাঁকে সাহায্যে এগিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বোনটা চিৎকার করছিল, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি’, চোপড়ায় (Chopra) যুগলকে নৃশংসভাবে মারধরের ঘটনায় রীতিমতো হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...
Alipurduar floated in one night's rain

Alipurduar | ফের জল-যন্ত্রণা, এক রাতের বৃষ্টিতে ভাসল আলিপুরদুয়ার

0
মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: একাধিক কালর্ভাট অকেজো, মূল নিকাশিনালা বুজে গিয়ে বৃষ্টির জল এলাকায় আটকে যাওয়ায় আলিপুরদুয়ার(Alipurduar) শহরের বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের দিনের পর দিন জলবন্দি(Water...

PM Modi’s Speech | বিরোধীদের ‘সিলেক্টিভ’ মানসিকতা উদ্বেগজনক, বাংলার নারী নির্যাতন নিয়ে সরব মোদি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে চোপড়া, বাংলায় নারী নির্যাতন নিয়ে সংসদে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এই ইস্যুতে তৃণমূল ও...

Most Popular