উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরজি কর কান্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা আর আস্থা রাখতে পারছেন না সিবিআইয়ের তদন্তে। তাই নতুন করে মেয়ের মৃত্যুর তদন্ত শুরু করার আর্জি নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তাঁরা। তদন্তের নামে তথ্য লোপাট করে দেওয়ার অভিযোগ তুলে তাঁরা বলেন, “বর্তমানে যে তদন্ত চলছে তাতে আস্থা নেই। তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়া হোক।”
গত অগাস্ট মাসে আর জি করে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। কিন্তু এর ৩ মাসের মাথাতেই জামিনে মুক্ত হয়ে গিয়েছেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আর এর কারণ? সময় মত চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই! এরপরেই প্রশ্ন উঠে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে। আর এই আবহেই নতুন করে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা। তাঁরা বলেন, “তদন্তের নামে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। ইতিমধ্যেই ট্রায়াল শুরু হয়েছে। সাক্ষ্যগ্রহণ চলছে। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।”