উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণ প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৯২। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে অসুস্থ ছিলেন কৃষ্ণ। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর পরিবারের রয়েছেন স্ত্রী প্রেমা ও দুই কন্যা। কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এসএম কৃষ্ণ। তিনি বীরাপ্পা মইলির নেতৃত্বাধীন সরকারের আমলে ১৯৯৩-৯৪ সাল পর্যন্ত কর্ণাটকের প্রথম উপমুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৮৯-৯৩ পর্যন্ত কর্ণাটক বিধানসভার স্পিকারও ছিলেন কৃষ্ণ। ২০০৪-২০০৮ পর্যন্ত পালন করেছেন মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্ব। কর্ণাটকের উন্নয়ন এবং ভারতীয় কূটনীতিতে তাঁর অবদানের জন্য কৃষ্ণকে স্মরণ করা হয়।
২০০৯-২০১২ পর্যন্ত বিদেশমন্ত্রী থাকাকালীন অর্থনৈতিক এবং শক্তি সম্পর্ক জোরদার করতে তিনি তাজিকিস্তান সহ বেশ কয়েকটি দেশ সফর করেন। ২০১৭-র জানুয়ারিতে এসএম কৃষ্ণ কংগ্রেস ছাড়েন। ওই বছর মার্চে তিনি আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। বয়সজনিত সমস্যার কারণে ২০২৩ সালে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন প্রাক্তন বিদেশমন্ত্রী।