উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের(Anil Deshmukh) গাড়িতে পাথর ছোড়ার ঘটনা ঘটে নাগপুর জেলায়। জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। সূত্রের খবর, এই এনসিপি (শারদচন্দ্র পাওয়ার) নেতা একটি নির্বাচনী সভা থেকে ফেরার পথে তাঁর গাড়িতে এই হামলা চালানো হয়।
জানা গিয়েছে, তিনি নারখেদ গ্রামে(Narkhed village) একটি সভা শেষ করে তিনখেদা বিষ্ণুর রোড থেকে কাটোল ফেরার সময় কাটোল জালালখেদা রোডের বেলফাটার কাছে কিছু লোক তার গাড়িতে ঢিল ছুড়ে হামলা চালায়।
গাড়ির সামনের যাত্রীর আসনে বসা অনিল দেশমুখের মাথায় গভীর ক্ষত হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাকে নাগপুরের অ্যালেক্সিস হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। এই হামলায় গাড়িটির উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয় এবং একটি জানালার কাঁচ ভেঙে গাড়ির ভেতর সর্বত্র কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে বলে সূত্রের খবর। উল্লেখ্য, বুধবার ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় সব কটি আসনে ভোট রয়েছে। গননা হবে আগামী ২৩ নভেম্বর। আজই ছিল নির্বাচনি প্রচারের শেষদিন।
এই বিষয়ে নাগপুর গ্রামীণ পুলিশ সুপার হর্ষ পোদ্দার বলেন, “তদন্ত শুরু হয়েছে। পুলিশ হামলার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে।” অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে কাটোল থানার বাইরে তাঁর সমর্থকদের একটি বিশাল ভিড় জড়ো হয়।কংগ্রেস নেতা বালাসাহেব থোরাত অনিল দেশমুখের ওপর এই “মারাত্মক হামলার” নিন্দা করেছেন।
প্রসঙ্গত, অনিল দেশমুখের ছেলে সলিল দেশমুখ কাটোল বিধানসভা কেন্দ্র থেকে এনসিপি(শারদচন্দ্র পাওয়ার)-র টিকিটে বিজেপির চরণসিংহ ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।