ইসলামাবাদ: ইসলামাবাদ হাইকোর্টে স্বস্তিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান! আদালত দু’সপ্তাহের জামিন মঞ্জুর করেছে তাঁর। এর জেরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের মুক্তিতে আর কোনও বাধা রইল না বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, ইমরান খানের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে পাক সুপ্রিম কোর্টে আবেদন করে পিটিআই। গতকাল ইমরানের গ্রেপ্তারিকে বেআইনি বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি, ইমরানের মামলার যাবতীয় শুনানি ইসলামাবাদ হাইকোর্টে হবে বলেও জানানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এদিন ইমরানকে হাইকোর্টে পেশ করা হয়। হাইকোর্ট তাঁকে দু’সপ্তাহের জামিন দেন।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরানকে গ্রেপ্তার করে পাক রেঞ্জার্স। জমি কেলেঙ্কারির আল কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। ইমরানকে গ্রেপ্তারের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে পাকিস্তান।