উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউপিএসসির (UPSC) নতুন চেয়ারপার্সন (Chairperson) হিসেবে নিযুক্ত হলেন প্রাক্তন স্বাস্থ্য সচিব প্রীতি সুদান (Preeti Sudan)। আগামী ১ অগাস্ট থেকে তিনি নতুন পদের দায়িত্বভার গ্রহণ করবেন। প্রীতি সুদান ১৯৮৩ সালের ব্যাচের আইএএস অফিসার ( IAS officer)।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ইউপিএসসির চেয়ারপার্সন (UPSC chairperson) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ সোনি (Manoj Soni)। এবার সেই পদেই স্থলাভিষিক্ত হলেন প্রীতি। চলতি মাসের শুরুতে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মনোজ। ২০২৯ সালে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সম্প্রতি ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে মনোজের ইস্তফা ঘিরে গুঞ্জন ছড়ায় ইউপিএসসি প্রশ্নের মুখে পড়ায় পদ ছেড়েছেন তিনি। যদিও সূত্রের খবর, পূজা খেদকারের ঘটনার সঙ্গে মনোজের ইস্তফার কোনও সম্পর্ক নেই।
২০১৭ সালে ইউপিএসসি বোর্ডের সদস্য হন মনোজ সোনি। ২০২৩ সালের মে মাসে তিনি ইউপিএসসির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে প্রীতি সুদান ১৯৮৩ ব্যাচের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। ২০২০ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব হিসাবে কাজ করেছেন। কোভিডের সময় তাঁর কাজ প্রশংসা পেয়েছিল। স্বাস্থ্য দপ্তর ছাড়াও নারী ও শিশু উন্নয়ন, এমনকি প্রতিরক্ষার মতো কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করেছেন প্রীতি। মনোজের ইস্তফার পর প্রীতির নাম প্রস্তাব করে ইউপিএসসি সচিব শশীরঞ্জন কুমারকে চিঠি দেন সংগঠনের অতিরিক্ত সচিব মনোজকুমার দ্বিবেদী। এই প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন রাষ্ট্রপতি। জানা গিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অথবা ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। এদিকে গত ৪ জুলাই মনোজ ইস্তফা দিলেও তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন ৩১ জুলাই।