Wednesday, July 3, 2024
HomeTop NewsExit polls | এক্সিট পোলে পিছিয়ে তৃণমূল, কর্মীদের মনোবল বাড়াতে ভার্চুয়াল বৈঠক...

Exit polls | এক্সিট পোলে পিছিয়ে তৃণমূল, কর্মীদের মনোবল বাড়াতে ভার্চুয়াল বৈঠক করতে পারেন অভিষেক    

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বুথ ফেরত সমীক্ষা বলছে বাংলায় তৃণমূলের চেয়ে অনেকটাই এগিয়ে বিজেপি। সংবাদমাধ্যমে এই সমীক্ষা দেখার পর দলীয় কর্মীদের মনোবলে আঘাত লাগার আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। পরিস্থিতি মোকাবিলা করতে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার যে ভোট পরবর্তী সমীক্ষা প্রকাশ হয়েছে তাতে অধিকাংশ সমীক্ষক সংস্থার দাবি, বাংলায় তৃণমূলের চেয়ে বিজেপি এগিয়ে রয়েছে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া-ইন্ডিয়া টুডের সমীক্ষাতে এগিয়ে রয়েছে বিজেপি। তাদের দাবি, বিজেপি পেতে পারে ২৬ থেকে ৩১টি আসন। তৃণমূল সাকুল্যে পেতে পারে ১১ থেকে ১৪টি আসন। টুডেস চাণক্যর দাবি, বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপির দখলে যেতে পারে কমপক্ষে ২৪টি আসন। চাণক্যর হিসেবে বাংলায় তৃণমূল পেতে পারে কমবেশি ১৭টি আসন।

যদিও তৃণমূল সূত্রে খবর, প্রতি দফা ভোটের পর তৃণমূল অভ্যন্তরীণ ভোটফেরত সমীক্ষা করেছিল। ওই সমীক্ষা অনুযায়ী, কোনও অবস্থাতেই বিজেপি তৃণমূলের চেয়ে বেশি আসন পাবে না। কিন্তু বুথ ফেরত সমীক্ষায় প্রতিটি সংস্থাই তৃণমূলের চেয়ে বিজেপিকে এগিয়ে রাখায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। এই প্রেক্ষিতে, কর্মীদের সমীক্ষা দেখে বিচলিত না হওয়ার জন্য বার্তা দিতে পারেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে দলের জেলা সভাপতি ও ব্লক সভাপতিদের সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, ৪ তারিখ গণনার আগে সমীক্ষা দেখে দলীয় কর্মীদের মনোবল ভেঙে গেলে গণনায় বিশেষ মনোযোগ দিতে পারবেন না।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২২, বিজেপি ১৮ এবং কংগ্রেস ২টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৪৩.৭ শতাংশ। বিজেপি পেয়েছিল ৪০.৬ শতাংশ ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় ১৬ শতাংশ ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে ১৬.৭২ শতাংশ ভোট কমেছিল বামেদের। বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল শতকরা ৭.৫ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৫.৭ শতাংশ।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Gangarampur | খাবারের গুণগত মান যাচাই করতে গঙ্গারামপুরে দোকান-রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের

0
গঙ্গারামপুরঃ শহরে বিভিন্ন নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চক্ষুচড়কগাছ সরকারি আধিকারিকদের। কোথাও বিষাক্ত রং সহ নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার...

Nagrakata | ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আনন্দ দিতে সহায় সম্বলহীনদের সঙ্গে ৪০ তম বিবাহবার্ষিকী পালন...

0
নাগরাকাটাঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রী কে নিয়ে সহায় সম্বলহীনদের সঙ্গে নিজের ৪০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন নাগরাকাটার আংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সমাজসেবী রাজেন...

Stampede Death | ধর্মপ্রচারের জন্য গোয়েন্দার চাকরি ছাড়েন স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা, সৎসঙ্গে মৃত বেড়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের হাথরসের সিকান্দরারাউ এলাকায় চলছিল ‘সৎসঙ্গ’। সেই ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট (Stampede Death) হয়ে মৃত্যু হয়েছে প্রায় ১১৬ জনের। এমনটাই জানিয়েছে...

Chopra Assault case | চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন মুখ্যমন্ত্রীর, সালিশি সভা আটকাতে নির্দেশ

0
চোপড়া: চোপড়াকাণ্ডের জেরে বিধায়ক হামিদুল রহমানকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হামিদুল নিজে থেকে মুখ্যমন্ত্রীর ফোনের কথা স্বীকার করেছেন। হামিদুল বলেন, 'মুখ্যমন্ত্রী আমাকে...

Chopra | আগ্নেয়াস্ত্র নিয়ে জেসিবি গ্যাঙের ছবি প্রকাশ্যে, এখনও চাপা আতঙ্ক চোপড়ায়

0
চোপড়া: যুগলকে নিগ্রহের ঘটনায় তৃণমূল নেতা তাজমুল ওরফে জেসিবি গ্রেপ্তার হলেও এখনও চাপা আতঙ্ক রয়েছে চোপড়ায়। অভিযোগ, দাপুটে তাজমুল গ্রেপ্তার হলেও তার গ্যাঙের অনেকেই...

Most Popular