রায়গঞ্জ: উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে শঙ্কাজনক রোগীদের পরিষেবা দিতে গিয়ে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে ইতিমধ্যে বিষয়টি রাজ্যের নজরে আনা হয়েছে বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় কোভিড সিসিইউয়ে রয়েছে মোট ১৫টি শয্যা। তার মধ্যে ১০টি শয্যা এইচডিইউ শয্যা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই পরিস্থিতিতে পরিকাঠামো সম্প্রসারণ করা প্রয়োজন বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। যদিও জায়গার অভাবে কোভিড সিসিইউ-র সম্প্রসারণ সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায়। তাঁর কথায়, এই পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকলে সমস্যা দেখা দিতে পারে। বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে।