উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধানবাদ-গয়া শাখার রেললাইনে বিস্ফোরণ। বুধবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল ঝাড়খন্ডের গিরিডি। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন। ফলে একাধিক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে মাওবাদী পোস্টারও মিলেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
Jharkhand | Suspected Naxals blow up a portion of railway tracks on the Howrah-New Delhi line between Chichaki and Chaudharybandh railway stations in Giridih; details awaited pic.twitter.com/9cx7GE14NK
— ANI (@ANI) January 27, 2022
জানা গিয়েছে, ধানবাদ ডিভিশনের কারামাবাদ ও চিচাকি স্টেশনের মাঝামাঝি জায়গায় এই বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের জেরে রেল ট্র্যাকটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে তা মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে মাওবাদীদের একাধিক পোস্টার মিলেছে। এ বিষয়ে বড় নাশকতার ছকও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুনঃ চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল গয়া স্টেশন, ট্রেনে আগুন