উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল জাপানের রাজধানী টোকিও। জানা গিয়েছে, সোমবার টোকিওর পশ্চিমে অবস্থিত জে আর শিমবাশি স্টেশনের কাছে একটি বহুতলে বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত ৪ জন জখম হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
An explosion has reportedly occurred in a building on the west side of the JR Shimbashi Station in Tokyo, reports Japan’s NHK News
— ANI (@ANI) July 3, 2023
সূত্রের খবর, টোকিও-র শিমবাশি এলাকাটি জলবহুল। সেখানে বেশ কয়েকটি রেস্তরাঁ রয়েছে। ফলে সেখানে সবসময়ই ভিড় লেগে থাকে। এদিনও সেখানে যথেষ্ট ভিড় ছিল। তখনই প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে এলাকাটি। একটি বহুতল থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৩২টি ইঞ্জিন কাজে নামে। পরবর্তীতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। বিস্ফোরণে জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।