রাজ্য

ভুয়ো পরিচয় দিয়ে তোলা আদায়, ঝাড়খণ্ড সীমানায় ধৃত ৭ দুষ্কৃতী

আসানসোল: ক্রাইম-ভিজিলেন্স সেল, অ্যান্টি করাপশন ফাউন্ডেশন, সোশ্যাল জাস্টিস নামে মানবাধিকার সংগঠন সহ একাধিক সংস্থার পরিচয় পত্র দেখিয়ে আধিকারিক সেজে টাকা লুটের অভিযোগের গ্রেপ্তার হল সাত দুষ্কৃতী। জানা গিয়েছে, ঝাড়খণ্ড-বাংলা সীমান্ত এলাকার জাতীয় সড়কে ট্রাক দাঁড় করিয়ে অবৈধভাবে টাকা আদায় করত তারা।

ধৃতদের কাছ থেকে পুলিশ দুটি গাড়ি, একটি এয়ার পিস্তল, নগদ চার হাজার দশ টাকা, চারটি লক্ষাধিক টাকার মোবাইল ফোন, দুটি ছুরি, একটি আংটি এবং মুখ ঢাকার জন্য কালো কাপড় উদ্ধার করেছে। এছাড়াও ধৃতদের থেকে পাওয়া গেছে সোশ্যাল জাস্টিস ফর ইন্টারন্যাশনাল সিভিল রাইটস, অ্যান্টি করাপশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া লেখা বোর্ড। এইসব দেখিয়েই আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকা, আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের রায়পাড়া, আসানসোল দক্ষিণ থানার ঊষাগ্রাম ও কালিপাহাড়ি এবং অন্ডাল থানার রিক্সাডাঙ্গালের রোহিত কুমার সিং (২৭), তুতারপ্রিত বর্ণওয়াল(২৩), নীতেশ শ্রীবাস্তব(২৭), অনুরাগ বার্ণওয়াল (২৬), বি বি পাসোয়ান(২৩),  অভিষেক সিনহা(২৪) এবং অরিত্র মন্ডল(২৩) টাকা লুঠের অপরাধে নেমেছিল।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা থানা এলাকার গোপালগঞ্জ মোড়ে তারা ট্রাক থামিয়ে টাকা আদায় করছিল। এক ট্রাকচালক প্রমোদ পাসোয়ানকে তারা অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে লাইসেন্স এবং গাড়ির কাগজপত্র ছিনিয়ে নেয় পশ্চিমবঙ্গের ভিজিলেন্স অফিসার দাবি করে বলে অভিযোগ। তারপর ভয় দেখিয়ে মারধর করে ওই ট্রাক চালকের কাছে থাকা চার হাজার দশ টাকাও হাতিয়ে নেয়। ঠিক সেই সময় নিরসা থানার পুলিশ ওই এলাকা দিয়ে টহল দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখে দাঁড়িয়ে পড়ে। অভিযুক্তদের আটক করে। এই সময় অভিযুক্তরা প্রচন্ড হম্বিতম্বি শুরু করে ও বলে তারা আইবি ও ক্রাইম ব্রাঞ্চের লোক। পুলিশের জামাকাপড় তারা খুলে নেবে। এই ধমক খেয়ে পুলিশকর্মীরা থানায় যোগাযোগ করলে নিরসা থানার ইন্সপেক্টর ইনচার্জ দিলীপকুমার যাদব ঘটনাস্থলে পৌঁছান। ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। সেখানে রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে দুই রাজ্যের সীমানাবর্তী অঞ্চলকে কাজে লাগিয়ে এরা দুষ্কর্ম করছিল।

ধানবাদ পুলিশের ডিএসপি অমর কুমার পান্ডে জানান, আমরা ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ, অন্ডাল সহ অন্য থানাগুলির সঙ্গে যোগাযোগ করে এদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছি। এদিন ধৃতদের ধানবাদ আদালতে তোলা হলে প্রত্যেকেরই জেল হেপাজত হয়।

স্থানীয়রা  জানান, মাঝেমধ্যেই তাদের কাছে অভিযোগ আসছিল জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে রাতের দিকে পয়সা আদায় করা হচ্ছে। তা হচ্ছে কখনও ভিজিলেন্সের লোক কখনও বা আরটিও সেজে বা অন্য কোনভাবে। বিষয়টি তারা পুলিশকেও জানিয়েছিলেন। যদিও ডিএসপি জানান, ওই এলাকা এমন কোনও লিখিত অভিযোগ তাদের কাছে আগে হয়নি। তাহলে পুলিশ আগে থেকেই ওই এলাকায় নজরদারি চালাত।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Panchanan Barma | রেজিস্ট্রার সাসপেন্ড হতেই দিনভর নাটকীয়তা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, পরে স্থগিতাদেশ রাজ্যের

কোচবিহারঃ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং রেজিস্ট্রারের দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। এ যেন অনেকটা…

36 mins ago

Accident | গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ গয়েরকাটায়

গয়েরকাটাঃ শুক্রবার রাত নটা নাগাদ গয়েরকাটা বানারহাট রাজ্য সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির।…

46 mins ago

FIR against dowry | ৪০ দিনে দায়ের ১০ অভিযোগ, পণের দাবিতে অত্যাচারের বাড়বাড়ন্ত শিলিগুড়িতে

শিলিগুড়ি: শহর আধুনিক হয়েছে। তবে পণ প্রথা কি দূর হয়েছে? উত্তরটা বোধহয় ‘না’। শিলিগুড়ি মেট্রোপলিটন…

1 hour ago

Arrest warrant | বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার! নথি দেখেই চোখ কপালে পুলিশের

রায়গঞ্জঃ বাংলাদেশের নাগরিক হয়েও বর্তমানে ভারতের নাগরিক। রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, র‍্যাশন কার্ড এমনকী…

2 hours ago

Brij Bhushan Sharan Singh | বিপাকে ব্রিজভূষণ, প্রমাণ মেলায় যৌন হেনস্তার অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিল্লির আদালতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা খেলেন যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং।…

2 hours ago

Sand Mafia | কালিয়াগঞ্জে বালি মাফিয়ারাজ, কিংপিং কারা?

অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: বালি মাফিয়াদের (Sand Mafia) দাপটে ত্রস্ত কালিয়াগঞ্জ। গ্রীষ্মের মরশুমে টাঙন এখন চোরাকারবারিদের…

2 hours ago

This website uses cookies.