উত্তরবঙ্গ

NBMCH | উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসা পরিষেবায় চূড়ান্ত ভোগান্তি, এমআরআই রিপোর্ট পেতে ২৫ দিন

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: এমআরআই করাতে গিয়ে রোগীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এমনই ঘটনা ঘটছে। অভিযোগ, দালাল ধরে হাতে টাকা গুঁজে না দিলে সময়মতো এমআরআই করার দিনক্ষণ এবং রিপোর্ট দুইয়ের ক্ষেত্রেই প্রচণ্ড সমস্যা হচ্ছে। আবার এই রিপোর্ট সময়মতো না মেলায় চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছে। যার জেরে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। সমস্যা মেটানোর দাবিতে সরব হয়েছেন রোগীরা।

কিন্তু কেন এত দেরি হচ্ছে? কেন এই অব্যবস্থা? হাসপাতাল সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন, ‘ক্যানসারের রোগী সহ কিছু ক্ষেত্রে এমআরআই-এর রিপোর্ট দিতে দেরি হয়। অন্য রোগীদের রিপোর্ট  দু’একদিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। যে অভিযোগ উঠছে তা খতিয়ে দেখা হবে।’

স্বাস্থ্য দপ্তর মেডিকেলে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে ২৪ ঘণ্টায় এমআরআই পরিষেবা দিচ্ছে। হাসপাতাল সূত্রের খবর, প্রতিদিন বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে চিকিৎসকরা ৪০টির মতো এমআরআই পরীক্ষার কথা লেখেন। একেকটি এমআরআই করতে প্রায় ২০ মিনিট সময় লাগে। সেই হিসাবে এখানে প্রতিদিন অন্তত ৭০ জনের এমআরআই করা সম্ভব। অথচ রোগীদের একবার এমআরআই করার তারিখ নেওয়ার জন্য, তারপর পরীক্ষা করিয়ে রিপোর্ট পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে।

ফাঁসিদেওয়ার চটহাটের বাসিন্দা জাকির মহম্মদ ৫ জানুয়ারি বহির্বিভাগে চিকিৎসককে দেখিয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি এমআরআই করাতে যান। সেখান থেকে ২৬ জানুয়ারি সময় দেওয়া হয়। এর জেরে জাকির খুবই সমস্যায় পড়েন। পরে তিনি বলেন, ‘আমার শারীরিক পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। অনেক আবেদন-নিবেদন করে ১৩ জানুয়ারি সময় নিয়েছি। রিপোর্ট কবে পাব জানি না।’ আরেক রোগী রোশনারা বেগম ২ জানুয়ারি এখানে চিকিৎসককে দেখিয়েছিলেন। তিনিও ১৩ জানুয়ারি এমআরআই করানোর সময় পেয়েছেন। তাঁর ধারণা, হয়তো পরীক্ষার এক সপ্তাহ বাদে তিনি এমআরআইয়ের রিপোর্ট পাবেন। রোশনারা বলেন, ‘দালাল না ধরলে এখানে দিনের পর দিন ঘুরতে হবে। আর দালাল ধরলে দেড়, দুই হাজার টাকায় কাজ হয়। আর কিছু টাকা দিলে বাইরে থেকে একদিনেই এমআরআই করা যায়। আমরা গরিব মানুষ বলে এত অবহেলা করা হয়।’ তাঁর বক্তব্যে প্রচণ্ড অসহয়তা ধরা পড়ে। জাকির, রোশনারাদের সুরে অনেকেই সরব হয়েছেন। দ্রুত সমস্যা মেটানোর দাবি জোরালো হয়েছে।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা

রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ…

4 mins ago

WhatsApp | হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে স্ত্রীকে তিন তালাক, শ্রীঘরে স্বামী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন স্বামী। সেই মেসেজ খুলতেই স্ত্রী শুনতে পেলেন…

19 mins ago

Manikchak | স্বামীকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ের প্রস্তাব, মুখ ফেরাতেই ধর্ণায় প্রেমিকা

মানিকচকঃ একেই কি বলে প্রেমের ফাঁদ? তিন বছরের প্রেম। বছরখানেক আগে বাড়ির মতে অন্যত্র বিয়ে…

25 mins ago

Raiganj | হিমালয়ের কোলে দাঁড়িয়ে উচ্চপ্রাথমিকে নিয়োগের দাবি

রায়গঞ্জ: বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ বছর পেরিয়ে গিয়েছে। হাইকোর্টের বিচারপতির এক খোঁচায় সরকারি প্যানেল বাতিল…

34 mins ago

Drug Smuggling | বাজারে রমরমা সানফ্লাওয়ার ড্রাগ, ওষুধের শিশিতে হচ্ছে পাচার!

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: নাগাল্যান্ড থেকে নিউ আলিপুরদুয়ার স্টেশন (New Alipurduar Station) পর্যন্ত ওই ইয়াবা ট্যাবলেট…

44 mins ago

Barak Valley | ঘরে ঘরে জ্বলল ১১ প্রদীপ, ৬৩তম ভাষা শহিদ দিবসে শ্রদ্ধা জানাল বরাক উপত্যকা

শিলচর: মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে (Language Movement) ১৯৬১ সালের ১৯ মে শহিদ ১১ জন…

1 hour ago

This website uses cookies.