Tuesday, January 21, 2025
Homeউত্তরবঙ্গCooch Behar | গ্রন্থাগারিক নিয়োগে মন্ত্রীর আশ্বাস খেলাপ! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

Cooch Behar | গ্রন্থাগারিক নিয়োগে মন্ত্রীর আশ্বাস খেলাপ! ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

কোচবিহার:  নেতারা শুধু প্রতিশ্রুতিই দেন। কাজের কাজ আদৌ কতটা হয়? এমনই প্রশ্নের মুখে পড়েছেন গ্রন্থাগারমন্ত্রী সিদিকউল্লাহ চৌধুরী। গত ২৩ ডিসেম্বর কোচবিহার জেলা বইমেলার উদ্বোধনী মঞ্চে প্রকাশ্যে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিনদশেকের মধ্যে কোচবিহারে ধুঁকতে থাকা গ্রন্থাগারগুলিতে ৩০ জন কর্মী নিয়োগে করা হবে। তবে দশদিন পেরিয়ে গেলেও এখনও নিয়োগের কোনও উদ্যোগ জেলায় দেখা যায়নি বলে অভিযোগ।
শুক্রবার পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনও অর্ডার আসেনি বলে জেলা গ্রন্থাগার আধিকারিক জানিয়েছেন। বিষয়টি নিয়ে জেলা গ্রন্থাগার আধিকারিক শিবনাথ দে বলেন, ‘আমরা খবর পেয়েছি খুব শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগ থেকে অর্ডার চলে আসবে। অর্ডার চলে এলেই আমরা সঙ্গে সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করব।’

বইমেলার উদ্বোধনের দিন মঞ্চে সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার মুখে উঠে আসে গ্রন্থাগারগুলির হালহকিকতের কথা। তিনি সেসময় বলেছিলেন, ‘বই থাকলেও বেশ কয়েকটি গ্রন্থাগারে গ্রন্থাগারিক নেই। সেগুলিতে শীঘ্রই নিয়োগ প্রয়োজন।’ তিনি আরও বলেছিলেন, ‘পরীক্ষা হওয়ার পরেও কেন সেই নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে?’ একেবারে উদ্বোধনী মঞ্চে সাংসদ এই প্রশ্ন তোলায় কিছুটা হলেও অশ্বস্তিতে পড়ে যান গ্রন্থাগারমন্ত্রী। সেদিন তিনি বলেছিলেন, ‘সুপ্রিম কোর্টের কিছু বিধিনিষেধের কারণে সময় লাগছে। ১৫০ জনের নিয়োগ সামান্য কারণে আটকে রয়েছে। জেলা গ্রন্থাগার আধিকারিককে বিষয়টি দেখতে বলেছি। ১০ দিনের মধ্যে ৩০টি নিয়োগের খবর আপনারা পাবেন।’

এদিকে, গ্রন্থাগারে নিয়োগ নিয়ে তুলোধোনা করতে ছাড়ছে না বিরোধী শিবির। এবিষয়ে বিজেপি নেতা বিরাজ বসু বলেন, ‘ওঁদের কাজই কথা দিয়ে কথার খেলাপ করা। মন্ত্রী সকলের সামনে কথা দিয়ে গেলেও তিনি তাঁর কথা রাখতে পারলেন না। এটা ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না।’

জেলায় ১১০টি লাইব্রেরি থাকলেও মোট গ্রন্থাগারিকের সংখ্যাটা মাত্র ২১। কর্মীসংকটের জেরে বেশ কয়েকটি লাইব্রেরি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। জেলায় ১০২টি গ্রামীণ লাইব্রেরি, সাতটি টাউন লাইব্রেরি এবং একটি স্টেট লাইব্রেরি রয়েছে। শহরের পান্থশালা এলাকার টাউন লাইব্রেরির পাশাপাশি মাথাভাঙ্গা-২ ব্লকের পূর্ব অঙ্গারকাটা লাইব্রেরি সহ একাধিক লাইব্রেরি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। বছরের পর বছর ধরে গ্রন্থাগারিকের অভাব থাকলেও কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এব্যাপারে সাংসদের প্রতিক্রিয়া, ‘আমি বিষয়টি নিয়ে গ্রন্থাগারমন্ত্রীর সঙ্গে কথা বলব।’ এবিষয়ে গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকউল্লাহ চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন না তোলায় তাঁর বক্তব্য মেলেনি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Curd | শীতে দই খেলেই সর্দিকাশিতে ভোগেন? সমস্যা সমাধানে এই উপকরণগুলি মিশিয়ে খেতে পারেন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে দই (Curd) খেলে অনেকের সর্দিকাশি শুরু হয়ে যায়। তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে শীতে দই খান না অনেকে। তবে...

Migratory Birds | ৯৭০ পরিযায়ী পাখির হদিস বুনিয়াদপুরে

0
নিউজ ব্যুরো: শুরু হল জলজ পরিযায়ী পাখি (Migratory Birds)  গণনার কাজ। বন দপ্তর বুনিয়াদপুরে (Buniadpur) কুশমণ্ডি রেঞ্জের উদ্যোগে রবিবার সকাল থেকে জলজ পাখি গণনায়...

Emergency | লন্ডনের প্রেক্ষাগৃহে উঠল ভারতবিরোধী স্লোগান! খলিস্তানি তাণ্ডবের জেরে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই শো চলাকালীনই লন্ডনের (London) একটি সিনেমা...

Dakshin Dinajpur University | বিল না মেটানোয় বন্ধ ইন্টারনেট, অচলাবস্থা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে 

0
সুবীর মহন্ত, বালুরঘাট: উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাট, আলিপুরদুয়ার, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো, নিয়োগসহ একাধিক সমস্যা ছিল। কিন্তু তারপরেও পরের দুই বিশ্ববিদ্যালয়ে সমস্যা আপাতত মেটার পথে।...

Maoist Leader Chalapati | মাথার দাম ১ কোটি! কেন এত দামি ছিলেন মাও নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তাঁর মাথার দাম ধার্য ছিল ১ কোটি টাকা! জয়রাম রেড্ডি(Jayaram Reddy) ওরফে রামচন্দ্র রেড্ডি বা আপ্পারাও অথবা রামু। তবে সবচেয়ে...

Most Popular