উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দরকে(Kempegowda International Airport) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকে পাঠানো ইমেলটিতে দাবি করা হয় যে, বিমানবন্দরে বোমা রাখা হয়েছে এবং যদি ‘প্ল্যান এ’ ব্যর্থ হয় তাহলে ‘প্ল্যান বি’ কার্যকরি হবে। এমনকি বোমাটি বিমানবন্দরের শৌচালয়ের পাইপলাইনের ভেতরে রাখা হয়েছে বলেও জানান হয় ওই ইমেলে। যদিও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তন্নতন্ন করে খুঁজেও কোনও বোমা বা সন্দেহজনক বস্তুর সন্ধান পাননি।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার বিমানবন্দরে বোমা রাখার ভুয়ো হুমকি মেল পাঠানো হল। এর আগে গত ১৩ এবং ১৬ জুন একই ধরনের ভুয়ো হুমকি মেল পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই ইমেলটি যে পাঠয়েছিল সে নিজেকে একজন সন্ত্রাসবাদী বলে দাবি করে। মেলটিতে এও লেখা ছিল, ‘আজমল কাসভকে ফাসি দেওয়া উচিত হয়নি।’ ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। যে ইমেল আইডি থেকে এই মেলটি পাঠানো হয়েছিল, তার সূত্র ধরেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের দায়িত্ব বর্তেছে কেম্পেগৌড়া বিমানবন্দর পুলিশের কাঁধে।