Thursday, July 4, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গFake lawyer | বুনিয়াদপুরে গাড়ি প্রতারণা চক্রের হদিস, পুলিশের জালে ভুয়ো আইনজীবী

Fake lawyer | বুনিয়াদপুরে গাড়ি প্রতারণা চক্রের হদিস, পুলিশের জালে ভুয়ো আইনজীবী

বুনিয়াদপুরঃ জমি, বালির পর এবার গাড়ি মাফিয়ার হদিস। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজেকে আদালতের উকিল পরিচয় দিয়ে অভিনব কায়দায় মালিকদের প্রলোভন দিয়ে ভাড়ার বিনিময়ে গাড়ি নিয়ে কোথাও লিজ, কোথাও বন্ধক, কোথাও বা বিক্রি করেও শেষরক্ষা হল না। অভিযোগের তদন্তে নেমে পুলিশের জালে ধরা পড়েছে এক মহিলা প্রতারক। ওই মহিলা প্রতারক গ্রেপ্তার হতেই শোরগোল পড়েছে বুনিয়াদপুরে। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা আদালতের সামনে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শ্রাবণী সাহা। বাড়ি গঙ্গারামপুরের সুভাষপল্লি এলাকায়। ধৃতকে শুক্রবার গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।

অভিযোগ, শ্রাবণী নিজেকে গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবী পরিচয় দিয়ে জেলার বিভিন্ন এলাকার গাড়ি মাসিক ভাড়া নিতেন। কখনও উকিল, নার্সিংহোম মালিক, চিকিৎসক, এমনকি তৃণমূলের নেতাদের নামেও গাড়ি ভাড়া নেওয়া হত। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, মালদা, এমনকি ঝাড়খণ্ড থেকেও এভাবে তিনি গাড়ি ভাড়া নিতেন। ৪-৫ মাস ধরেই এভাবে তিনি গাড়ি মালিকদের সঙ্গে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন। প্রথমদিকে গাড়ি মালিকদের এক মাসের ভাড়াও দিতেন কখনও নগদে, কখনও চেকে। তাঁর দেওয়া অনেক চেক বাউন্স হয়ে যায় বলে অভিযোগ। আরও অভিযোগ, ভাড়া কিংবা গাড়ি ফেরত চাইতে গেলে মালিকদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিতেন শ্রাবণী।

একই কায়দায় মাসিক ভাড়া মেটাবেন বলে বৃহস্পতিবার বিকেলে কয়েকজন গাড়ি মালিককে আদালত চত্বরে ডাকেন শ্রাবণী। মালিকরা তাঁর কাছে নিজেদের গাড়ি সম্পর্কে জানতে চান। এনিয়ে শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিষয়টি জেনে ওই মহিলাকে থানায় আনে। সেই খবর চাউর হতেই অসংখ্য গাড়ি মালিক থানায় জমায়েত হয়ে মহিলার শাস্তির দাবি জানান। প্রায় ৫০ জন গাড়ির মালিক শ্রাবণীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এক অভিযোগকারী রিফাত আলি মির বলেন, ‘তিনমাসের চুক্তিতে মাসিক ২০ হাজার টাকার বিনিময়ে আমার গাড়ি শ্রাবণী সাহাকে দিই। দু’মাস পেরিয়ে গেলেও ভাড়া দেননি। টাকা চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসাবেন বলে হুমকি দিতেন।’

গঙ্গারামপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জন মিত্র জানান, ‘শ্রাবণী সাহা নামে কোনও মহিলা আমাদের আইনজীবী নন। অ্যাসোসিয়েশনে তাঁর নাম নথিভুক্ত নেই।’

মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, ‘প্রতারণার অভিযোগে গঙ্গারামপুরের শ্রাবণী সাহাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | নজরদারির অভাব, হিউমপাইপের ওপর গড়ে উঠছে বেআইনি বসতি

0
শিলিগুড়ি: একসময় মহানন্দা অ্যাকশন প্ল্যানের (Mahananda action plan) আওতায় বসানো হয়েছিল হিউমপাইপ (Hume pipe)। যদিও বর্তমানে নজরদারি না থাকায় এই হিউমপাইপের উপরে ধীরে ধীরে...

0
গণপিটুনির ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে চাকরি এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেছিল রাজ্য সরকার। কড়া পদক্ষেপের নির্দেশও দেওয়া হয়েছিল পুলিশকে। এ বার গণপিটুনির...

High Court | আর মাত্র তিন সপ্তাহ সময়, মুখ্যসচিবকে চরম হুঁশিয়ারি দিল হাইকোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের জামিন মামলায় রাজ্যের মুখ্যসচিবের অনুমোদন নিয়ে আবার অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট।...

রোগীর কথা শোনার ধৈর্য কম বাংলার ডাক্তারদের

0
  ভাস্কর বাগচী শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা সৌম্যপ্রতীক সরকার। বুধবার সকালে শারীরিক কিছু সমস্যার কারণে তিনি স্ত্রীকে চিকিৎসক দেখাতে নিয়ে গিয়েছিলেন হাকিমপাড়ার একটি নার্সিংহোমে। সেখানে অনুসন্ধানকেন্দ্রে...

দুর্নীতিতে আলোর খোঁজে নয়া প্রজন্ম

0
চিরদীপা বিশ্বাস  রাত প্রায় এগারোটা, হস্টেলের রুমে আলোচনায় নিমগ্ন তিনটি ছেলে। বয়স তাদের একুশ-বাইশের এপাশ-ওপাশ। আলোচনার বিষয়বস্তু ফুটবল, ক্রিকেট বা রাজনীতি নিয়ে শুরু হলেও...

Most Popular