কালিয়াচক: জাল নোট (Fake Note Seized) উদ্ধারে ফের সাফল্য কালিয়াচক থানার পুলিশের (Kaliachak Police)। বিপুল সংখ্যক জাল নোট সহ ২ কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল নুরুদ্দিন ইসলাম (৩৫) ও জেম মিয়াঁ (৩০)। দু’জনের বাড়ি কালিয়াচক থানার চরি অনন্তপুর পঞ্চায়েতের ঘোষটোলা গ্রামে।
মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গোলাপগঞ্জ রাজ্য সড়কের মোজমপুর ব্রিজের কাছে অভিযান চালায়। সূত্র মারফত পুলিশ জানতে পারে, দুই জাল নোটের কারবারি সীমান্ত এলাকা থেকে জাল নোট নিয়ে পাচারের উদ্দেশ্যে কালিয়াচকের (Kaliachak) দিকে যাচ্ছে। পুলিশি অভিযানে ওই দুই পাচারকারীকে ধরা হয়। প্রথমে বাইক ছেড়ে পালাবার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাদের কাছ থেকে তল্লাশি চালাতে উদ্ধার হয় ৪৯৮টি জাল নোট। মোট ২ লক্ষ ৪৯ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে। জাল নোটগুলি সব ৫০০ টাকার। তারপরই দু’জনকে গ্রেপ্তার করে কালিয়াচক থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই কারবারের সঙ্গে আর কে বা কারা যুক্ত, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী বলেন, ‘ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’