উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের (বার্ক) বিজ্ঞানী সেজে কোটি কোটি টাকা বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ৬০ বছরের আখতার হুসেনি। ঝাড়খণ্ডের জামশেদপুরের বাসিন্দা হুসেনিকে গত মাসে মুম্বই পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে পরমাণু অস্ত্র সংক্রান্ত নকশা, মানচিত্র, ভুয়ো পাসপোর্ট, আধার, প্যান ও ভুয়ো পরিচয়পত্র উদ্ধার হয়েছে।
অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, আখতার ও তাঁর ভাই আদিল ১৯৯৫ সাল থেকে বিদেশি তহবিল পাচ্ছিলেন—প্রথমে লাখে, পরে কোটিতে। সন্দেহ করা হচ্ছে, এই অর্থ গোপন পেরমাণু তথ্যের বিনিময়ে দেওয়া হয়েছিল। তদন্তে তাঁদের পাকিস্তান সফর ও আইএসআই-যোগেরও ইঙ্গিত মিলেছে।
Mumbai | ভুয়ো ‘বিজ্ঞানীর’ বিদেশি অর্থ লেনদেন ফাঁস
শেষ আপডেট:
Categories
আন্তর্জাতিক
