ফালাকাটা: সকাল থেকে যেন চলছিল যুদ্ধ জয়ের প্রস্তুতি। চারদিকে পুলিশে ছয়লাপ।বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আটকে দেওয়া হয় রাস্তাঘাট।এমনকি বিকালে বন্ধ করে দেওয়া হয় বিদুৎ সংযোগও।বন্ধ থাকে ট্রেন চলাচল।তবে এই যুদ্ধ জয়ের শেষে সাফল্য পেল জলদাপাড়া বন দপ্তর।কিন্তু কেন এই যুদ্ধকালীন পরিস্থিতি?
বৃহস্পতিবার ফালাকাটা শহরে ঢুকে পড়ে দুটি হাতি। শহরের ৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর একটি ঝোপে আশ্রয় নেয় দুটি হাতি। এই দুটি হাতিকে জঙ্গলে ফেরাতেই এদিন ছিল এমন আয়োজন। বিকাল ৫ টা ১০ নাগাদ হাতি দুটি রেল লাইন পার হয়ে কুঞ্জনগরের দিকে চলে যেতেই স্বস্তি ফেরে বনদপ্তর থেকে পুলিশ সহ সাধারণ মানুষের মনে।
এই প্রসঙ্গে জলদাপাড়ার ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, ‘দুটি বুনো হাতি এদিন ফালাকাটা শহরে ঢুকে পড়ে।খবর পাওয়া মাত্রই আমরা হাতি দুটিকে খুঁজে পাই।তবে দিনভর উদ্বেগে কাটিয়ে সন্ধ্যে নামার আগেই এদিন দুটি হাতিকেই জঙ্গলের পথে সুস্থ ভাবে পাঠানো সম্ভব হয়েছে। সারাদিন যেভাবে ফালাকাটার মানুষ আমাদের সহযোগিতা করেছেন তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করছি।’
উল্লেখ্য,হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর জন্য এদিন বিকাল ৪ টা ৩৫ মিনিট নাগাদ বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এর পরেই কুনকি হাতি দিয়ে এবং লাগাতার পটকা ফাটিয়ে হাতি দুটিকে অন্যত্র সড়ানোর কাজ শুরু হয়। ৫ টা ১০ মিনিট পর্যন্ত এদিন ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গিয়েছে।