ফালাকাটা: ভোর রাতে বিয়ে বাড়িতে হানা দিত চোর। কখনও ইলেকট্রিশিয়ান, আবার কখনও প্যান্ডেল কর্মী সেজে। আর এভাবেই একে একে ফালাকাটার দুটি বিয়ে বাড়িতে হানা দিয়ে দামি ক্যামেরা সহ ৭টি স্মার্ট ফোন সহ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি করে পুলিশের ঘুম করেছিল দুষ্কৃতি। কিন্তু হল না শেষ রক্ষা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে বিয়ে বাড়িতে চুরি চক্রের পাণ্ডা সুদীপ্ত দে ওরফে বুবাই।
পুলিশ সূত্রে খবর, গত বছরের ১ ডিসেম্বর প্রথম চুরি হয় শহরের মিলরোডের একটি বিবাহ ভবনে। ওই ভবনের একটি ঘরে ঘুমিয়ে ছিলেন বরের সঙ্গে আসা ক্যামেরাম্যান। ভোরবেলায় চুপিসারে ওই ঘরে ঢুকে ব্যাগ শুদ্ধ তার দামী ক্যামেরাটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। ঘটনায় ফালাকাটা থানায় দায়ের হয় অভিযোগ।অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এরই মাঝে গত ১৪ ডিসেম্বর একইভাবে ফালাকাটা শহরের মুক্তিপাড়ায় অন্য় একটি বিয়ে বাড়িতে চুরি হয়। ভোরবেলায় ওই বিয়ে বাড়ির একটি ঘর থেকে ৭টি দামি স্মার্ট ফোন চুরির ঘটনা ঘটে। এক্ষেত্রেও দায়ের হয় লিখিত অভিযোগ। তদন্ত শুরু হতেই চুরির ঘটনার মাস্টারমাইন্ড সুদীপ্ত দে-র হদিস পায় পুলিশ। এই পরিস্থিতিতে গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে গত ২ জানুয়ারি সে বাড়ি ফিরতেই তাকে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জেরায় পুলিশ জানতে পারে আসল ঘটনা।
ফালাকাটা থানার আই সি সোনাতন সিংহ জানিয়েছেন, ধৃত এর আগেও চুরির অভিযোগে জেল খেটেছিল।পরে চুরির কৌশল পালটে বিয়ে বাড়িগুলিকে টার্গেট করেছিল। রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।