Breaking News

ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন, প্রয়াত হলেন ‘বড়ে মিয়াঁ’ মহম্মদ হাবিব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ফুটবলে নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। ময়দানে তিনি ‘বড়ে মিয়াঁ’ নামেই খ্যাত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার হায়দরাবাদের বাড়িতেই শেষ নিঃশ্বাস রেখেছেন তিনি। দীর্ঘদিন ধরেই হাবিব অসুস্থ ছিলেন বলে পরিবার সূত্রে খবর। জানা গিয়েছে। সন্ধ্যায় এদিন হাবিবের মৃত্যুর খবর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তাঁর ভাইপো। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দু’বছর তিনি ডিমেনশিয়া ও পারকিনসন সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন।

ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মহম্মদ হাবিব। ১৯৬৫ থেকে ১৯৭৬-এর মধ্যে হাবিব ভারতের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে। ১৯৭০ সালে ব্যাংকক এশিয়ান গেমসে সৈয়দ নইমুদ্দিনের নেতৃত্বে ব্রোঞ্জজয় করেছিল ভারত। সেই ভারতীয় দলের সদস্য ছিলেন হাবিব। ম্যানেজার ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। ১৯৭৭ সালে কসমস ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মোহনবাগানের হয়ে মাঠে নামেন ‘বড়ে মিয়াঁ’। হাবিব নিজেই জানিয়েছিলেন যে, তাঁর কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত ছিল পেলের বিরুদ্ধে মাঠে নামা। সেই ম্যাচের শেষে হাবিবের খেলার প্রশংসা করেছিলেন পেলে। তাঁকে জড়িয়ে ধরে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছিলেন।

হায়দরাবাদে জন্মেছিলেন ভারতের এই কিংবদন্তী ফুটবলার হাবিব। কিন্তু ফুটবল জীবনের একটা বড় অধ্যায় অতিবাহিত হয়েছে কলকাতার ময়দানে। তাঁর ভাই মহম্মদ আকবরের পায়েও ছিল ফুটবলের জাদু।  কলকাতা ময়দানে হাবিবকে ডাকা হতো ‘বড়ে মিঞা’ নামে এবং তাঁর ছোট ভাই পরিচিত ছিলেন ‘ছোটে মিঞা’ নামে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আজও বিবেচনা করা হয় ‘বড়ে মিঞা’ মহম্মদ হাবিবকে।

১৯৬৬ সালে ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দেন হাবিব। ১৯৬৯ সাল পর্যন্ত লাল-হলুদ শিবিরে কাটান তিনি। তার পরে যোগ দেন মোহনবাগানে। বেশিরভাগ সময় ইস্টবেঙ্গলের হয়েই ফুটবল খেলেন তিনি। মাঠে নেমেছেন মহামেডানের হয়েও। ১৯৮৪ সালে মোহনবাগানের হয়ে খেলার পরেই অবসর নেন হাবিব।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Youtube | ওয়েব সিরিজ বানিয়ে তাক লাগাল ইউটিউবার ‘নোংরা সুশান্ত’র টিম

বিধান সিংহ রায়, কোচবিহার: ইউটিউবে(Youtube) কমেডি ভিডিও ছেড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা কোচবিহারের(Cooch Behar) সুশান্ত…

22 mins ago

First Flush Tea | বৃষ্টির অভাব, ফার্স্ট ফ্লাশ চায়ের উৎপাদনে ৩৫ শতাংশ ঘাটতি

ময়নাগুড়ি: বর্তমানে ফার্স্ট ফ্লাশের চা পাতা তোলার কাজ চলছে বাগানগুলিতে। কিন্তু বৃষ্টির অভাবে এবারের উৎপাদন…

1 hour ago

Sunidhi Chauhan | মঞ্চে সুনিধির দিকে ছোড়া হল জলের বোতল! তারপর কী করলেন গায়িকা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাজার হাজার দর্শকের সামনে মঞ্চে গান গাইছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান…

1 hour ago

Triveni | ভারী বৃষ্টিতে ত্রিবেণিতে ফের বন্যার আশঙ্কা, আতঙ্কে স্থানীয়রা

ত্রিবেণি (কালিম্পং): করোনা ভাইরাসে সংক্রামিত রোগীদের চিকিৎসার জন্য ত্রিবেণিতে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ভাইরাসের সংক্রমণ…

1 hour ago

Elephant Attack | হাতির হানায় মৃত্যু যুবকের

মাদারিহাট: হাতির হানায় মৃত্যু হল এক যুবকের। শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মাদারিহাটে ঘটনাটি ঘটেছে।…

2 hours ago

Rahul Gandhi | রাহুল গান্ধি ব্রিটিশ নাগরিক! রায়বরেলি মনোনয়ন বাতিলের দাবিতে অভিযোগ কমিশনে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশ্ন তোলা হল রাহুল গান্ধির (Rahul Gandhi) নাগরিকত্ব নিয়েই! ওয়েনাডে ভোট…

2 hours ago

This website uses cookies.