করণদিঘি: চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ভাঙচুর চালাল মৃতার পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে করণদিঘি ব্লকের পান্ডেপুর সংলগ্ন বিহারের একটি নার্সিংহোমে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পান্ডেপুরের বাসিন্দা অজয় পাসোয়ানের স্ত্রী চানো পাসোয়ানকে গর্ভবতী অবস্থায় প্রথমে করণদিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পরিবারের অভিযোগ, পান্ডেপুর সংলগ্ন বিহারের ওই নার্সিংহোমের দালাল ও করণদিঘি হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালকদের প্ররোচনায় পরে প্রসূতিকে নার্সিংহোমে ভর্তি করা হয়।
মৃতার পরিবারের তরফে জানা গিয়েছে, সিজার করার পর থেকেই মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। নার্সিংহোমের চিকিৎসক তাঁকে বিহারের পুর্ণিয়ায় রেফার করেন। পুর্ণিয়ায় চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে ছুটি দেয়। রাতে বাড়িতে ফেরার পরে শারীরিক অবস্থার পুনরায় অবনতি ঘটলে ফের পান্ডেপুরের নার্সিংহোমে ভর্তি করানো হয়। সোমবার চানো পাসোয়ানের মৃত্যু হয়। রোগীর মৃত্যুর পরে মৃতের পরিবারের সদস্যরা নার্সিংহোমে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এবিষয়ে বিহারের বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।